আদালতের নির্দেশে শুক্রবারই গ্রুপ ডিতে অবৈধভাবে নিযুক্ত ১৯১১ জনকে বরখাস্ত করতে বাধ্য হয়েছে SSC. চাকরিচ্যূতদের সেই তালিকায় নাম রয়েছে একাধিক তৃণমূল নেতার। এবার তাদের উদ🀅্দেশে বার্তা দিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। শনিবার তিনি বলেন, কাকে টাকা দিয়ে চাকরি পেয়েছেন, বিজেপি পার্টি অফি𝄹সে তার নাম দিন। আমরা টাকা উদ্ধারের ব্যবস্থা করব।
এদি💞ন সুকান্তবাবু বলেন, ‘গোটা রাজ্যজুড়ে তৃণমূলের নেতা - কর্মী ও তাদের পরিবারের লোকেদের এভাবে চাকরি হয়েছে। এই চাকরি টাকা দিয়ে হয়েছে তা প্রমাণিত। আদালতের নির্দেশে তাঁদের চাকরি গেছে। আদালতে না দিয়ে তাদের উচিত সেই তৃণমূল নেতার বাড়িতে যাওয়া যাকে টাকা দিয়েছিলেন। এই টাক𝐆া এখন উসুল করা উচিত’।
সুকান🌠্তবাবু বলেন, ‘আমরা বলব, আমাদেꦐর পার্টি অফিস খোলা রয়েছে। সেখানে গিয়ে কোন তৃণমূল নেতাকে টাকা দিয়ে আপনারা এই অবৈধ চাকরি পেয়েছেন তার তালিকা জমা করুন। আমরা সেই নেতাদের কাছ থেকে আপনাদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করব’।
গ্রুপ ডি নিয়োগ দুর্নীতিতে ২৮২৩ জনেপ OMR শিটে কারচুপি হয়েছে বলে আদালতে জানায় SSC. তার মধ্যে ১৯১১ জনকে সুপারিশপত্র দেওয়া হয়েছিল বলে জানায় তারা। শুক্রবার এই ১৯১১ জনকে বরখাস্ত করার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সঙ্গে তিনি নির্দেশ দিয়েছেন, বরখাস্ত হওয়া প্রার্থীরা কোনও দিন কোনও সরকারি চাকরির পরীক্ষায় বসতে পারবেন না। তাদের পুলিশ ভেরিফিকেশন করার আগে আদালতের অনুমতি নিতে হবে। ধাপে ধাপে বেত✨নের꧟ টাকা ফেরত দিতে হবে চাকরিচ্যূতদের। এছাড়া সিবিআই এদের বিরুদ্ধে মামলা দায়ের করে জিজ্ঞাসাবাদ করবে। কেউ তদন্তে অসহযোগিতা করলে তাঁকে গ্রেফতার করতে পারবেন তদন্তকারীরা।