সম্পত্তি হাতাতে মাকে খুন করেছে মামা। বিস্ফোরক এই দাবি করলেন নিয়ো𒊎গ দুর্নীতিতে গ্রেফতার কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্রের ভাগ্নী কাবেরী ভট্টাচার্য। তাঁর অভিযোগ, মামা প্রভাবশালী হওয়ায় পুলিশ তাঁর কথা মতো মামলা সাজায়। গত ৬ বছর ধরে সুবিচারের অপেক্ষায় রয়েছেন তিনিওꦺ তাঁর বাবা।
কাবেরী বলেন, ২০১৭ সালের ২৬ অগাস্ট আমার মা শিপ্রা ভট্টাচার্যের অস্বাভাবিক মৃত্যু হয়। চিকিৎসক আসার আগেই মাকে মৃত ঘোষণা করে মামা। তার পর আমাদের বাড়ি থেকে বের করে দেন সুজয়কৃষ্ꦰণ ♐ভদ্র। সেই থেকে আমার ও বাবার কোনওক্রমে দিন গুজরান হচ্ছে।
তিনি বলেন, মামার সঙ্গে আমার সম্পর্ক তেমন ভালো ছিল না। আমি জানতাম মামা কী ভাবে টাকা উপার্জন করে। মাকে কোনও একটা🔥 কাগজে সই করার জন্য মামা চাপ দিচ্ছিল। মা তাতে সই করতে রাজি ছিলেন না। তার পরই মায়ের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটে।
তাঁর দাবি, মায়ের মৃত্যুতে মামার যোগ থাকতে পারে একথা জানিয়ে থানায় অভিযোগ জানাতে গেলেও কোনও সাড়া পাননি। থানা পুলিশ থেকে সমস্ত জায়গায় মামার প্রভাব এত বেশি যে পুলিশ তাদের কোনও কথাতেই কান দেয়নি। যার ফলে ৪ বছর ধরে ওই মামলা ওভাবেই চলছে। উলটে উনি আমার বাড়ি দখল করে রেখেছেন। কাবেরী বলেন, মামা যুবক যুবতীদের বেআইনিভাবে চাকর💝ি দিত। নিয়ম কানুন, পরীক্ষার তোয়াক্কা না করেই বহু মানুষকে চাকরি দিয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র। নিরাত্তার ༺অভাব বোধ করায় এতদিন এসব কথা বলতে পারিনি।