নিয়োগ দুর্নীতির তদন্তে গ্রেফতার তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্য🦋ায়ের দফতরের পদস্থ আধিকারিক কালীঘাটের কাকুর আরও ৩ কোম্পানির খোঁজ পেল ইডি। সুজয়কৃষ্ণ ভদ্রকে জেরায় এই তথ্য উঠে এসেছে বলে জানা গিয়েছে। এছাড়া কাকুর আত্মীয় ও ঘনিষ্ঠদের ৫০টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সরাসরি ইডির নজরদারিতে রয়েছে।
ইডি সূত্রে খবর, জেরায় সুজয়কৃষ্ণ ভদ্রের নিয়ন্তꦅ্রণাধীন আরও ৩টি কোম্পানির খোঁজ পেয়েছেন তদন্তকারীরা। এ সরকার অ্যাসোসিয়েটস, সরকার এন্টারপ্রাইজ ও নয়নিকা এন্টারপ্রাইজ নামে এই ৩ সংস্থার মাধ্যমেও কালো টাকা সাদা করা হয়েছে বলে অনুমান গোয়েন্দাদের। এই নিয়ে সুজয়কৃষ্ণের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ যোগ রয়েছে এমন ৬টি সংস্থার খোঁজ পেল ইডি।
এছাড়া সুজয়কৃষ্ণের আত্মীয় ও ঘনিষ্ঠদের প্রায় ৫০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে কালো টাকা সাদা হয়েছে বলে⭕ মনে করছেন তদন্তকারীরা।💫 সেই অ্যাকাউন্টগুলির লেনদেনের সমস্ত তথ্য ব্যাঙ্কগুলির কাছে চেয়ে পাঠিয়েছে ইডি।
গত ৩০ জুন ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর ইডির হাতে গ্রেফতার ༒হন কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্র। ইডির তরফে জানানো হয়, একাধিক অভিযুক্তের বয়ানে কালীঘাটের কাকুর নাম উঠে এসেছে। জেরায় সহযোগিতা করছেন না তিনি। নিয়োগ দুর্নীতির কালো টাকা বিনিয়োগ ও পাচারে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
গ্রেফতারির পর থেকেই সুজয়কৃষ্ণের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠতে থাকে। বেহালার রায় বাহাদুর প🎀রিবারের তরফে অভিযোগ করা হয়, তাঁদের মালিকানাধীন শিশুদের একটি খেলার মাঠ গায়ের জোরে দখল করে নিয়েছেন সুজয়কৃষ্ণ। ღএমনকী সুজয়কৃষ্ণের ভাগ্নী কাবেরী ভট্টাচার্য অভিযোগ করেন, সম্পত্তি দখল করতে তাঁর মা শিপ্রা ভট্টাচার্যকে খুন করেন সুজয়কৃষ্ণ।