গ্রেফতারির পর কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্রর একের পর এক কীর💃্তি প্রকাশ্যে আসছে। এবার তাঁর বিরুদ্ধে উঠল শিশু♒দের খেলার মাঠ চুরির অভিযোগ। বেহালার বনেদি রায় পরিবারের তরফে সুজয়কৃষ্ণর বিরুদ্ধে এই অভিযোগ করা হয়েছে। অভিযোগের জবাবে সুজয়কৃষ্ণ যে দলিল পেশ করেছেন তা নিয়েও রয়েছে একাধিক প্রশ্ন।
রায়পরিবারের দাবি, স্বাধীনতার আগে থেকে অম্বিকাচরণ রায়ের নামে রা🃏য়বাহাদুর রোডের পাশে একটি জমি ছিল। ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি লেঠেল নিয়ে এসে সেই জমি দখল করে সুজয়কৃষ্ণ ভদ্রের স্বেচ্ছাসেবী সংস্থা ‘বাংলার বন্ধু’।
রায় পরিবারের সদস্য ন🐻ীলাঞ্জনা রায় বলেন, ‘বাংলার বন্ধু নামে একটি NGO আমাদের জমি দখল করে নেয়। ওই জমি স্বাধীনতার আগে থেকে আমাদের পরিবারের নামে নথিভুক্ত। বাংলার বন্ধু নামে ওই NGO-র নাম জীবনে কোনও দিন শ🔥ুনিনি।’ তাঁর অভিযোগ, ‘এই ঘটনা নিয়ে আমরা বেহালা থানার দ্বারস্থ হয়েছিলাম। কিন্তু কোনও পদক্ষেপ করা হয়নি। এর পর আমি দিকিকে বলোর নম্বরে ফোন করি। সেখান থেকেও কোনও জবাব মেলেনি। শেষে আমরা মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে দেখা করি। তাতেও কোনও কাজ হয়নি। তখন বুঝতে পারি সুজয়কৃষ্ণ কতটা প্রভাবশালী।’
ওদিকে NGO-র দাবি, জমির মালিক রায় পরিবার নয়। যারা ওই জমির মালিক তারা জমিটি NGO-কে দানপত্র করেছে। কিন্তু যে দলিলের ভিত্তিতে তারা এই দাবি করেছে তা নিয়েও একাধিক প্রশ্ন রয়েছে। দলিলের একাংশের 🎀ছাপা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে সেটি কম্পিউটার প্রিন্ট। প্রশ্ন উঠছে ১৯৪৬ সালে কম্পিউটার এল কোথা থেকে?