জানুয়ারি থেকে বন্ধ হয়ে যেতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের পরই আশঙ্কায় ভুগছেন রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীরা। কিন্তুꦜ সত্যিই কি তেমন কোনও আশঙ্কা রয়েছে? শুভেন্দুবাবুর বক্তব্য নিয়ে মন্তব্য এড়ালেন দলেরই বিধায়ক তথা অর্থনীতিবিদ অশোক লাহিড়ী।
শুভেন্দুবাবুর মন্তব্য নিয়ে ফোনে প্রতিক্রিয়া চাইলে বালুরঘাটের বিধায়ক অশোকবাবু হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘এটা বলা মুশকিল। ওরা বাৎসরিক ঋণ গ্রহণের কী পꦺরিকল্পনা করেছেন সেটা জানা না থাকলে বলা যায় না। তবে এটা বলতে পারি রাজ্য সরকারের আর্থিক অবস্থা খুবই খারাপ। বেতন বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা অমূলক নয়।’
গত রবিবার শুভেন্দুবাবু বলেন, ‘FRBM আইনে ঋণগ্রহণের সর্বোচ্চ সীম𒀰া প্রায় ছুঁয়ে ফেলেছে রাজ্য সরকার। রাজ্যের ঋণ প্রায় ৬ লক্ষ কোটি টাকা। ফলে রিজার্ভ ব্যাঙ্কের কাছে ১০,০০০ ঋণ চেয়েছে রাজ্য। এই ঋণ না পেলে ডিসেম্বর মাসের বেতন, যা ১ জানুয়ারি হওয়ার কথা, তা দিতে পারবে না রাজ্য সরকার। আমি অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে বলব, রাজ্যকে ঋণ দেবেন না। টাকার অপব্যবহার হবে। রাজ্যের উচিত শিল্পায়নের ব্যবস্থা করে আয় বৃদ্ধি করা।’