তরজা 🍌একেবারে তুঙ্গে। এবার শুভেন্দু অধিকারীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সব্যসাচী দত্তের। কুণাল ঘোষের পর এবার একই ইস্যুতে শুভেন্দুকে কার্যত চাপে রাখার চেষ্টা করলেন সব্যসাচী দত্ত। কুুণালের সুরে সুর মিলিয়ে তাঁরও দাবি ,শুভেন্দু তৃণমূলে আসতে পারলে বেঁচে যান। একেবারে বিস্ফোরক মন্তব্য। তিনি বলেন,আগে নিজের ওয়ার্ড কাঁথি পুরসভা বাঁচাক। নিজের ওয়ার্ড বাঁচাক। তারপর তো আমার ওয়ার্ড। সবথেকে দুঃখের বিষয় শুভেন্দু অধিকারী বলে নয়, পদটা হচ্ছে বিরোধী দলনেতার। খুব সম্মানজনক পদ। ক্যাবিনেট মর্যাদার। সেখানে তাঁকে যারা নিয়ে এলেন তাঁদের ব্রিফ করে দেওয়া উচিৎ ছিল। আমি অনেকদিন আগেই বলেছিলাম শুভেন্দু আসতে পারলে বেঁচে যায় আরকি। প্রসঙ্গত বিধানসভা ভোটের আগে বিজেপিতে গিয়েছিলেন সব্যসাচী। পরাজিত হওয়ার পরে ফের তৃণমূলে ফিরে এসেছেন তিনি।
এদিকে সব্যসাচীর মন্তব্য নিয়ে পালটা মুখ খুলেছেন খোদ শুভেন্দু। তিনি বলেন,ওইরকম লোকের কথার উত্তর দিই না।আমার একটা লেব꧙েল আছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন বলবে তার উত্তর দিয়ে দেব। দাবি শুভেন্দু🐽র।
অন্য়দিকে রাজ্য বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন. এটা তো ওদের ভে🐻তরের ব্যা꧒পার। টিআরপি বাড়ানো ব্যাপার। কে ডায়মন্ড ছকে খেলছেন। সেটা ওদের ব্যাপার।