সরকারি পরিকাঠামোর পর্যাপ্ত ব্যবহার হচ্ছে না। এই দাবি করে বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথীর অধীনে হার্নিয়া, হাইড্রোসিল ও দাঁতের অস্ত্রোপচার নিষিদ্ধ করল রাজ্য সরকা🗹র। স্বাস্থ্য দফতর থেকে জারি এক নির্দেশিকায় একথা জানানো হয়েছে। শুধুমাত্র বিশেষ কয়েকটি ক্ষেত্রে ছাড়পত্র নিয়ে বেসরকারি হাসপাতা♛লে এই ধরণের অস্ত্রোপচার করানো যাবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে।
নির্দেশিকায় লেখা হয়েছে, হার্নিয়া - হাইড্রোসিল ও দাঁতের অস্ত্রোপচারের পর্যাপ্ত পরিকাঠামো সরকারি হাসপাতালে রয়েছে। সেই পরিকাঠামো ঠিকমতো ব্যবহার হচ্ছে না। 🐷তাই বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথীর অধীনে এই অস্ত্রোপচারগুলি আর করানো যাবে না। করাতে হবে সরকারি হাসপাতালে।
তবে বিশেষ কয়েক ধরণের হার্নিয়া ও দাঁতের অস্ত্রোপচারের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। স🔴েক্ষেত্রে বেসরকারি হাসপাতাল থেকে অস্ত্রোপচার করানোর আগে স্বাস্থ্য দফতরের অনুমতি বাধ্যতামূলক বলে উল্লেখ করা হয়েছে।
যদিও সরকারের 🐓এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন চিকিৎসকদের একাংশ। তাদের দাবি, স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীনে চিকিৎসা পরিౠষেবা দেওয়া নিয়ে যে ধরণের প্রচার চলে সরকারি সিদ্ধান্ত তার সঙ্গে মানানসই নয়। অনেকেরই সরকারি হাসপাতালে অস্ত্রোপচার করাতে নানা রকম অসুবিধা থাকে। অনেকে সরকারি হাসপাতালের ঝক্কি পোহাতে চান না। অনেকের আবার সরকারি হাসপাতালে পৌঁছনো মুশকিল। সেক্ষেত্রে তারা নিকটবর্তী বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করে নিতে পারতেন। এবার থেকে তা আর হচ্ছে না।