ময়নায় নিহত বিজেপি কর্মী দীনবন্ধু মিদ্দার দেহের দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। SSKM হাসপাতালে হবে দীনবন্ধুর দেহের দ্বিতীয় ময়নাতদন্ত। গোটা প্রক্রিয়া ভিডিয়োগ্রাফি করার নির্দেশ দিয়েছে আদালত। ৭ মের মধ্যে 𝄹রিপোর্ট আদালতে পেশ করতে হবে।
আরও পড়ুন: আগামিকাল মাধ্যমিকের রඣেজাল্ট! কখন বেরোবে? কোন সময় অনলাইনে দেখাব🐠ে? কীভাবে দেখবেন?
পড়তে থাকুন: শাহজাহানের ভাই সিরাজের বাড়িতে CBI, তলবের নোটি🌃শ দেওয়ালে সেঁটে এলেন গোয়েন্দারা
ফের ময়নাতদন্তের নির্দেশ
গত ২৫ এপ্রিল রাতে পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক হিংসা কবলিত ময়নার বাকচায় এক পানের বরোজে উদ্ধার হয় বিজেপি কর্মী দীনবন্ধু মিদ্দার ঝুলন্ত দেহ। তাঁর পা ছিল মাটিতে ঠেকা। ঘটনাস্থল ময়না থানা এলাকার মধ্যে হলেও ভগবানপুর থানার ওসি এসে দেহ উদ্ধার করেন। এতেই শুরু হয় বিতর্ক। পরিবারের তরফে জানানো হয়, রাজ্য পুলিশের করা ময়নাতদন্তে আস্থা নেই তাদের। এর পর কেন্দ্রীয় সরকার পরিচালিত হাসপাতালে দেহের দ্বিতীয় ময়নাতদন্ত ও সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয় নিহতের পরিবার। মঙ্গলবার সেই মামলার শুনানিতে দেহের দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ দিলেও রাজ্য রাজ্য সরকারি হাসপাতালেই হবে বলে জানান বিচারপ🤡তি জয় সেনগুপ্ত। তিনি নির্দেশ দেন, SSKM হাসপাতালে হবে দীনবনജ্ধু মিদ্দার দেহের দ্বিতীয় ময়নাতদন্ত হবে। কেন্দ্রীয় সরকার পরিচালিত হাসপাতালে ময়নাতদন্তের আবেদন খারিজ করে দেন তিনি। সঙ্গে ময়নাতদন্তের ভিডিয়োগ্রাফি করার নির্দেশ দেন বিচারক।
আত্মহত্যার তত্বে সন্দিহান বিচারপতি
বিচারপতি বলেন, ছবি দেখে এই ঘটনা আত্মহত্যা বলে মনে হচ্ছে না। মৃতদেহের হাঁটু ভাঁজ করা। আর𒉰 যে উচ্চতায় দড়ি বাঁধা হয়েছে সেখানে টেবিল, চেয়ার ছাড়া পৌঁছনো সম্ভব নয়।
আরও পড়ুন: আবু তালেবের বাড়ি থেকে বাজেয়াপ্ত ব্যাগে আরও ২টি বিদেশি আগ্নেয়াস্ত্র ♚পেল CBI
দীনবন্ধু মিদ্দার মৃত্যুর খবরে ময়নায় যান তমলুক কেন💃্দ্রের বিজেপি প্রার্থী অভি🃏জিৎ গঙ্গোপাধ্যায়। তিনি প্রশ্ন তোলেন, কেন ভগবানপুর থানার ওসি দেহ উদ্ধার করলেন? তাঁকেও এই ঘটনায় অভিযুক্ত করতে হবে।