বইমেলায় বই কেনার উপরে ছাড় নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। একাধিক প্রকাশনী সংস্থা সোশ্যাল মিডিয়ার একাধিক গ্রুপের সদস্যদের নির্দিষ্ট দিনে বই কেনার উপরে ২০ শতাংশ ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছিল। কিন্তু, বইমেলা শুরু হওয়ার কয়েকদিন আগেই সেই সিদ্ধান্ত প্রত্যাহার করেছে প্রকাশনী সংস্থাগুলি। তাই নিয়ে বিতর্ꦏক তৈরি হয়েছে। সে ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার সদস্যদের বক্তব্য, ২০ শতাংশ ছাড় দিতে হবে। যদিও গিল্ডের বক্তব্য, ১০ শতাংশের বেশি ছাড় দেওয়ার নিয়ম নেই। তাই নিয়ে বইমে♌লার আগে তুঙ্গে শুরু হয়েছে তরজা।
আরও পড়ুন: বইমেলায় যাত্রী সুবিধার্থে চলবে বিশেষ মেট্রো, জে🐭নে নিন সময়সূচি
প্রকাশনী সংস্থাগুলির তরফে ২০ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা করার পরেই স্বাভাবিকভাবে খুশি হয়েছিলেন বইপ্রেমীরা। অনেকেই কত বই কিনবেন সেই হিসেবেও সেরে ফেলেছিলেন। কিন্তু, সিদ্ধান্ত প্রত্যাহার করায় বিপাকে পড়েন সোশ্যাল মিডিয়া গ্রুপের সদস্যরা। কেন সিদ্ধান্ত প্রত্যাহার করা হল? সে বিষয়ে প্রকাশনী সংস্থাগুলির বক্তব্য, পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের পক্ষ থেকে জানানো হয়েছে ১০ শতাংশের বেশি ছাড় দেওয়া যাবে না। সেটাই নিয়ম রয়েছে। বিষয়টি সামনে আসার পর ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। একই কথা জানিয়েছেন গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন, বইমেলায় ১০ শতাংশের বেশি ছাড় দেওয়ার নিয়ম নেই। এই ছাড় দেওয়ার জন্য গোটা বছর রয়েছে। আর এটা বইমেলা, বই বাজার🎀 নয়। ফলে ১০ শতাংশ ছাড়ের বিষয়টি সবাইকেই মানতে হবে।
প্রসঙ্গত, আগামী ১৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বইমেলা। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার এই বইমেলার উদ্বোধন করবেন। বইমেলায় দর্শনার্থীদের নিরাপত্তার জন্য কার্যত ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে বইমেলা প্রাঙ্গণ। তাছাড়া এবার সকলকে উদ্বোধনের আগে বই🌄মেলায় বই নিয়ে আসতে বলা হয়েছে। ফলে সেক্ষেত্রে উদ্বোধনের আগেই বইমেলা সেজে উঠবে।
এদিকে ছাড় প্রত্যাহারের প্রসঙ্গে জানা যায়, ক্রেতা টানতে কেউ কেউ আনঅফিশিয়ালি বেশি ছাড় দিয়ে থাকে। কেউ ৪০ শত♕াংশ আবার কেউ ৪৫ শতাংশ ছাড়া দিয়ে থাকে। তবে যে প্রকাশনাগুলি ২০ শতাংশ ছাড়ের কথা জানিয়েছিল। তাদের বক্তব্য, সোশ্যাল মিডিয়া গ্রুপের যারা সদস্য। শুধুমাত্র তাদেরকেই এই ছাড় দেওয়ার কথা জানানো হয়েছিল। তবে গিল্ডের নিয়ম মতোই সেক্ষেত্রে💮 ১০ শতাংশ ছাড়েই বই বিক্রি করা হবে।