রূপশ্রী প্রকল্প নিয়ে এবার বড় রদবদল করল রাজ্য সরকার। এতদিন কেবলমাত্র ১ লক্ষ ২০ হাজার টাকা যাদের পারিবারিক বার্ষিক আ෴য় তাদের জন্যই এই রূপশ্রী প্রকল্পের অর্থ বরাদ্দ করা হত। তবে বর্তমানে সেই নিয়মের কিছুটা বদল করা হচ্ছে রাজ্য সরকারের তরফে। তবে এতে বেশি সংখ্যক আবেদনকারী এই প্রকল্পের সুবিধা পাবেন। এক্ষেত্রে পারিবারিক আয় যাদেরꦯ দেড় লক্ষ টাকা তারাও রূপশ্রী প্রকল্পের সুবিধা পাবেন। এদিকে গত অর্থবর্ষে ৩ লক্ষ ১৩ হাজার ৭১৫জন এই প্রকল্পের সুবিধা পেয়েছিলেন।
সোমবার বিধ𒁃ানসভার প্রশ্নোত্তর পর্বে নারী ও শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা এই নিয়ম বদলের কথা জানিয়েছেন।রূপশ্রী প্রকল্পের ক্ষেত্রে পরিবারের বার্ষিক আয়ের উর্ধসীমা বাড়িয়🌟ে দেওয়া হয়েছে। এর জেরে এবার পরিবারে বার্ষিক আয় যাদের কিছুটা বেশি সেই পরিবারের ছাত্রীরাও রূপশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এটি নিঃসন্দেহে অনেকের কাছেই খুশির খবর বয়ে নিয়ে আসবে।
বিয়ের আগে এই প্রকল্পের মাধ্যমে আবেদনকারী পরিবারকে ২৫ হাজার টাকা করে এককালীন অনুদান দেয় রাজ্য সরকার। তবে সূত্রের খবর, চলতি বছর আরও ৩০ লক্ষ ২১ হাজ🔯ার ৩♊৭৮জনকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসার পরিকল্পনা নেওয়া হয়েছে। রূপশ্রী প্রকল্পের টাকা পাওয়ার ক্ষেত্রে একাধিক ক্ষেত্রে সমস্যার মুখোমুখি হন আবেদনকারীরা। এনিয়ে স্পষ্ট করে দিয়েছেনসমস্যা দূর করার কথা জানিয়েছেন মন্ত্রী।