সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ হয় ১ জুন। তার আগে ৩০ মে বিকেল ৫টা পর্যন্ত প্রচারের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছিল। তারপরই কন্যাকুমারী গিয়ে ধ্যানে মগ্ন হয়েছিলেন নরেন্দ্র মোদী। তবে তার আগে শেষবারের মতো কলকাতায় এসে প্রথমবারের মতো রোড শো করেছিলেন মোদী। সেই বঙ্গ সফরে আরও তিনটি জনসভাও করেছিলেন মোদী। তবে তিনি যেখানে যেখানে প্রচার করে গিয়েছিলেন, তার কোনওটাতেই বিজেপি জেতেনি। (আরও পড়ুন: হারের পর ফোন আসেনি হাইকমান্ডের, নতুন বাড়ি খুঁজ🦩তে দিল্লি যাচ্ছেন অধীর)
আরও পড়ুন: 'বাং🌃লায় সংগঠন শুয়ে প꧂ড়েছে', পদ ছাড়াই দলের হাল ধরার বার্তা দিলীপ ঘোষের
আরও পড়ুন: ইন্দিরার হত্যাকারীর ছেলে, জে🐠লবন্দি খলিস্তানির জয়💃 ভোটে, কোন পথে পঞ্জাবের রাজনীতি?
দেখা যাচ্ছে, নির্বাচনী নির্ঘণ্ট বাজার পর থেকে বাংলায় মোট ২০টি নির্বাচনী কর্মসূচিতে অংশ নেন মোদী। অবশ্য তার আগে মার্চ থেকেই বাংলায় বেশ কিছু রাজনৈতিক জনসভায় ভাষণ দিয়েছিলেন মোদী। সেগুলি মিলিয়ে নিলে এবারে বাংলায় মোট ২৪টি নির্বাচনী কর্মসূচিতে অংশ নিয়েছেন মোদী। তার মধ্যে ২৩টি জনসভা এবং একটি রোড শো। এবারে উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, রায়গঞ্জ, বালুরঘাট, মালদা উত্তর কেন্দ্রে মোদী সভা করেছিলেন। এর মধ্যে কোচবিহার ছাড়া বাকি সবকটি আসনে বিজেপি জিতেছিল। এদিকে দক্ষিণবঙ্গের বর্ধমান-দুর্গাপুর, কৃষ্ণনগর, বোলপুর, হাওড়া, আরামবাগ, হুগলি, ব্যারাকপুর, বারাসত, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বিষ্ণুপুর, যাদবপুর এবং মথুরাপুর কেন্দ্রে সভা করেন মোদী। এর মধ্যে শুধু পুরুলিয়া এবং বিষ্ণুপুরে বিজেপি জেতে। সব মিলিয়ে প্রচারের নিরিখে দ্বিতীয় সর্বোচ্চ কর্মসূচি এই বাংলাতেই করেছিলেন মোদী। সেই রাজ্যে গতবার যেখানে বিজেপি ১৮টি আসনে জিতেছিল, এবার সেই সংখ্যা নেমে আসে ১২-তে। (আরও পড়ুন: ৯৯ হলেও এখনও সেঞ্চুরি করতে পারে কংগ্রেস! জোটসঙ্গীদের হাত পুড়িয়েই বদল 🎀অঙ্কে?)
আরও পড়ুন: ছেলের হাতের মোয়া নাকি? আদালতের কড়া শর্তে𒉰 চিন্তায় কর্মরত সরকারি কর্মীরা?
আরও পড়ুন: 'অতি লোভে𝓀 তাঁতি নষ্ট', বড় রায় আদালতের, মাথায় হাত পড়তে পারে সরকারি কর্মীদের
এদিকে দেশের মধ্যে যে রাজ্যে মোদী সবথেকে বেশি নির্বাচনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন, সেটি হল উত্তরপ্রদেশ। এই রাজ্য থেকে দেশের সংসদে ৮০ জন সাংসদ নির্বাচিত হন। এখান থেকে মোদী নিজেও ভোটে লড়েন। এ🍨ই আবহে উত্তরপ্রদেশে মোদী ৩১টি নির্বাচনী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। সেখনে বিজেপির আসন সংখ্যা ৬২ থেকে নেমে ৩৩ হয়েছে। এদিকে তালিকায় মহারাষ্ট্রেও ১৯টি নির্বাচনী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন মোদী। সেখানে বিজেপির আসন সংখ্যা ২৩ থেকে নেমে ৯ হয়েছে। মোদীর প্রচার কর্মসূচির নিরিখে চতুর্থ স্থানে ছিল মহারাষ্ট্র। আর তৃতীয় স্থানে ছিল বিহার। সেখানে অবশ্য বিজেপি সহ এনডিএ ভালো ফল করেছে এবারে।