যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের চাকরি ছাড়তে হবেই। 🌠কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েই রাজ্যের শিক্ষা দুর্নীতি সম্পর্কে এই মন্তব্য করলেন সুকান্ত মজুমদার। মঙ্গলবার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বভার নেন সুকান্ত। তার পরই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে একথা বলেন তিনি।
আরও পড়ুন - প্রথমবার মন্ত্রিꦍত্ব পেয়েই দুই মন্ত্রকে💫র MoS সুকান্ত! শান্তনু পেলেন কোন দায়িত্ব?
পড়তে থাকুন - ‘হারের মূল কারণ হল…’ বঙ্গ ব🧸িজেপির 'ঘুঘু'দের নিয়ে বিস্ফোরক অনুপম
সুকান্তবাবু বলেন, ‘রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী এখন জেলে এটা অত্যন্ত লজ্জার বিষয়। সেই শিক্ষামন্ত্রী ও আমি Phdর জন্য নাথ নথিভুক্ত করিয়েছিলা✱ম একই সঙ্গে একই বিশ্ববিদ্যালয় থেকে।’
রাজ্যের শিক্ষা দুর্নীতি নিয়ে কেন্দ্রের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, ‘যোগ্য চাকরিপ্রার্থীদের পাশে আমরা দাঁড়াতে পারি। তাদের সহমর্মিতা জানাতে পারি। তাদের সমব্যথী হতে পারি। কিন্তু কেন্দ্রীয় সরকার সরাসরি হস্তক্ষেপ করতে পারে না। স্বচ্ছ ভাবে যাদের নিয়োগ হয়েছে তাদের চাকরি বহাল থাকু⛎ক। যারা দুর্নীতি করে টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের আজ নয় কাল চাকরি ছাড়তে হবে।’
সুকান্তবাবু জানান, ‘আমি কলকাতায় ফিরে আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করব। ♏একদিনে তো পারব না। কয়েকদিনে সমস্ত আন্দোলনকারীদের সঙ্গে দেখা করব।’
আরও পড়ুন - চার কেন্🌼দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা, বাকিগুলোতে হল না কেন? কমিশনে চিঠি তৃণমূলের
বলে রাখি, সোমবার তৃতীয় মোদী মন্ত্রিসভার দফতর বিতরণের পর জানা যায় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও উত্তর – পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন সুকান্ত মজুমদার। মঙ্গলবার সকালে দিলীপ ঘোষকে প্রণাম করে মন্ত্রক🐼ের কাজে যোগদান করেন তিনি। দ্বিতীয় মোদী মন্ত্রিসভায় শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন বাঁকুড়ার প্রাক্তন সাংসদ সুভাষ সরকার। তবে শিক্ষা দুর্নীতি নিয়ে তাঁকে তেমন মুখ খুলতে শোনা যায়নি।