বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > কয়েক ঘণ্টার মধ্যেই জেলায় জেলায় ঝড়ূবৃষ্টি, রয়েছে বজ্রপাতের আশঙ্কাও
গত কয়েকদ☂িনের ধারা মেনে বুধবার বিকেলেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হানা দিয়ে চলেছে ঝড়বৃষ্টি। সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। গত কয়েকদিনের মতো না হলেও বুধবার বিকেলে হতে পারে বজ্রপাত।
উপগ্রহচিত্র বলছে, ইতিমধ্যে ছোটনাগপুরের মালভূমি🅰ক একাংশে তৈরি হয়েছে বজ্রগর্ভ মেঘ। যার জেরে আগামী 🐼কয়েক ঘণ্টায় বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়ায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়বৃষ্টির সঙ্গে হতে পারে বজ্রপাতও।
গত ২ দিনে রাজ্যে বজ্রপাতে ৩২ জনের মৃত্যু হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, সতর্কতার অভাবেই গিয়েছে প্রাণ। বজ্রপাত শুরুর আগেই নিরাপদ স্থানে আশ্রয় নিতে পরামর্শ দিচ্ছেন তাঁরা। সঙ্গে বজ্রপাতের সময় গাছতলা বা কোনও অস্থায়ী চালার নীচে আশ্রয় নিতেও নিষেধ করেছেন বিশেষজ্ঞর𒈔া।
বাংলার মুখ খবর