আজ, সোমবার বর্ষীয়ান সিপিএম নেতা তথা বাঁকুড়ার ৯ বারের সাংসদ বাসুদেব আচারিয়ার জীবনাবসান হয়েছে। সুতরাং তাঁর প্রয়াণে শুধু সিপিএম নেতারাই নন গোটা রাজনৈতিক মহলই শোকস্তব্ধ। কারণ তিনি সংসদে খুব ভাল বক্তা ছিলেন। যা শুনতে আসতেন অনেকেই। আবার সিপিএমের নতুন সাংসদদের দিতেন সংসদের পাঠও। কোন সময়ে কি করতে হয়, আবার কেমন আচরণ করতে নেই—এসব পাঠ দিয়ে থাকতেন বাসুদেব আচারিয়া। আজ তাঁর প্রয়াণের পর এমন সব স্মৃতিচারণ করছেন অনেকেই। কিন্তু শেষবার যাঁর কাছে হেরেছিলেন বাসুদেব, তাঁর কী প্রতিক্রিয়া? হ্যাঁ, তিনি মুনমুন সেন। আজ গভীর শোক প্রকাশ করলেন ওই ক𝓡েন্দ্রেরই প্রাক্তন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মুনমন সেন।
এদিকে মুনমুন সেনের কাছে ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বাঁকুড়ায় হেরে গিয়ে ছিলেন বাসুদেব আচারিয়া। এমনকী সেই হারের ব্যবধান ছিল প্রায় এক লক্ষ ভোটের। আর তাঁর প্রয়াণের পর শোকস্তব্ধ অভিনেত্রী তথা প্রাক্তন তৃণমূলꦏ কংগ্রেস সাংসদ মুনমুন সেন। ২০০৯ সালের লোকসভা নির্বাচনে একের পর এক কেন্দ্রে হেরে গিয়েছিলেন বাম নেতারা। তবে ২০১৯ সালে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে (এখন) প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়কে টিকিট দিয়েছিল তৃণমূল কংগ্রেস। দুঁদে রাজনীতিবিদ সুব্রত মুখোপাধ্যায়ও বাসুদেব আচারিয়াকে হারাতে পারেননি। কিন্তু মুনমুন সেনকে দাঁড় করিয়েই বা♒ঁকুড়া আসন বামেদের থেকে ছিনিয়ে নেয় তৃণমূল কংগ্রেস।
অন্যদিকে রাজনৈতিক মহলকে অবাক করে বাঁকুড়ার ৯ বারের সাংসদ বাসুদেব আচারিয়াকে পরাস্ত করে সংস🐲দে পৌঁছন মুনমুন সেন। তবে এই ছকেই বারবার কিস্তিমাত করেছে তৃণমূল কংগ্রেস। তারকা প্রার্থীদের দাঁড় করিয়ে বীরভূম লোকসভা কেন্দ্রে বর্ষীয়ান সিপিএম নেতা ব্রজ মুখোপাধ্যায়কে হারিয়ে দিয়েছিলেন অভিনেত্রী শতাব্দী রায়। ২০১১ সালে রাজ্যে পালাবদলের সময় রায়দিঘিতে কান্তি গঙ্গোপাধ্যায়কে পরাজিত করেন অভিনেত্রী দেবশ্রী রায়।
আরও পড়ুন: ট্রেনের চাকায় হঠাৎ আগুনের ফুলকি, বনগাঁ লাইনে🍸 থমকাল ট্রেন, নাকাল যাত্রীরা
ঠিক কী বলছেন মুনমুন? তবে মুনমুন সেনের লোকসভা কেন্দ্র বাঁকু꧃ড়া থেকে পাল্টে দিয়ে আসানসোল করতেই বাবুল সুপ্রিয়র কাছে হেরে যান। এখন অবশ্য বাবুল তৃণমূল কংগ্রেসে। আর তখন বাঁকুড়া লোকসভা কেন্দ্রে সুব্রত মুখোপাধ্যায় দাঁড়ালেও আসনটি বিজেপি জেতে। এইসব রাজনীতির চড়াই–উতরাই থাকলেও আজ বর্ষীয়ান নেতা নেই। প্রয়াত হয়েছেন। আর এই খবর শুনে সংবাদমাধ্যম🐭ে মুনমুন সেন বলেন, ‘খবরটা শুনে খুব খারাপ লাগছে। ওঁর সঙ্গে আমার কোনওদিন ব্যক্তিগত আলাপ ছিল না। কিন্তু শুনেছি, খুব ভাল মানুষ ছিলেন। আর তাই তো উনি ৯ বার নির্বাচনে টানা জিতেছিলেন। ওঁর সঙ্গে আলাপ করার খুব ইচ্ছে ছিল। কিন্তু হল না।’