Upper Primary Counselling 2024: উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং, ডাকার পরেও এলেন না ১৪৪জন, চাকরি নিতেও অনীহা! Updated: 11 Nov 2024, 10:25 PM IST Satyen Pal Share উচ্চ প্রাথমিকে নিয়োগের কাউন্সেলিং। কিন্তু সেই কাউন্সেলিংয়ে এলেন না অনেকে। 1/4উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিং শুরু হয়েছে সোমবার। তবে তাৎপর্যপূর্ণভাবে এই কাউন্সেলিংয়ে ২০ শতাংশ চাকরিপ্রার্থী অনুপস্থিত ছিলেন বলে খবর। মেধাতালিকায় যারা একেবারে প্রথম দিকে ছিলেন তাদের নামই ডাকা হয়েছে। সব মিলিয়ে একেবারে প্রথম দিকে ছিলেন এমন ৭০৭জনকে কাউন্সেলিংয়ের জন্য় ডাকা হয়েছিল। এর মধ্যে ইংরেজিতে শিক্ষকতা করার জন্য ডাকা হয়েছিল ৩৫৭জনকে। এক্ষেত্রে অনুপস্থিত ছিলেন ৭৬জন। (ছবিটি প্রতীকী) 2/4বাংলায় শিক্ষকতা করার জন্য় সবমিলিয়ে ডাকা হয়েছিল ৩৫০জনকে। বাংলা বিষয়ে হাজির ছিলেন না ৬৮জন। সব মিলিয়ে ১৪৪জন উপস্থিতই ছিলেন না। এদিকে আরও উল্লেখযোগ্য বিষয় হল কাউন্সেলিংয়ে হাজির ছিলেন ৩জন। কিন্তু তারা নিয়োগপত্র নেননি। অর্থাৎ চাকরি দরকার নেই তাঁদের। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সন্তোষ কুমার/হিন্দুস্তান টাইমস) 3/4দীর্ঘদিন ধরে এই নিয়োগ আটকে ছিল। মূলত আইনি জটিলতার জন্য় এই পরিস্থিতি তৈরি হয়েছিল। এরপর ফের সেই কাউন্সেলিং পর্ব শুরু হয়েছে। ৩১শে ডিসেম্বরের মধ্য়ে ১৪ হাজার ৫২জনের উচ্চ প্রাথমিকে চাকরি নিশ্চিত করার কথা জানিয়েছিল কলকাতা হাইকোর্ট। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সন্তোষ কুমার/হিন্দুস্তান টাইমস) 4/4তারপর থেকেই চাকরি দেওয়া, চাকরির কাউন্সেলিং করার ব্যাপারে তৎপরতা শুরু হয়। কিন্তু যেভাবে চাকরির দাবিতে এতদিন আন্দোলন হয়েছে সেখানে এভাবে অনেকের অনুপস্থিতিকে ঘিরে নানা প্রশ্ন উঠছে। অনেকের মতে, আসলে তারা বর্তমানে অন্য চাকরি করছেন। সেকারণেই সম্ভবত শিক্ষকতার চাকরিতে তাদের এত অনীহা। প্রতীকী ছবি সৌজন্যে পিটিআই) পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে পরবর্তী ফটো গ্যালারি