উচ্চ প্রাথমিকের নিয়োগের প্রক্রিয়া নিয়ে বড় আপডেট মিলল। অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহ থেকেই চাকরিপ্রার্থীদের ইন🔥্টারভিউ নেওয়া হবে বলে জানা গিয়েছে। পঞ্চমীর দিন কমিশনের তরফে হাই কোর্টে হলফনামা দিয়ে এমনটাই জানানো হয়। স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে, ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করতে বেশি হলেও ৭ দিন সময় লাগবে। এদিকে আজ ষষ্ঠীর দিনও বৈঠকে বসে স্কুল সার্ভিস কমিশন। ইন্টারভিউ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে তারিখ বিভ্রাট নিয়ে ভুল মেনে নিয়ে ‘আসল’ তারিখ ঘোষণা করেন কমিশন সভাপতি সিদ্ধার📖্থ সরকার।
উল্লেখ্য, গত ৩০ সেপ্♛💎টেম্বর প্রায় দেড় হাজার চাকরিপ্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডেকে বিজ্ঞপ্তি জারি করেছিল স্কুল সার্ভিস কমিশন। বিজ্ঞপ্তিতে লেখা ছিল, চাকরিপ্রার্থীরা পার্সোনালিটি টেস্টের জন্য ইনটিমেশন লেটার ডাউনলোড করতে পারবেন ১৪.০৯.২০২২ থেকে। এরপর এই তারিখ নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। কারণ বিজ্ঞপ্তি যেদিন জারি করা হয়েছে, ততদিনে ‘১৪ সেপ্টেম্বর’ তারিখটি পেরিয়ে গিয়েছে। এসএসসি চেয়ারম্যান এই তারিখ বিভ্রাট প্রসঙ্গে বলেন, ‘আদালতের নির্দেশ পাওয়ার পর তড়িঘড়ি বিজ্ঞপ্তি জারি করতে গিয়ে এই ভুলটা হয়ে গিয়েছিল। ওটা ১৪ অক্টোবর হবে। আজ এ নিয়ে সংশোধনী প্রকাশ করা হবে। পুজোর ছুটি পড়ে গিয়েছে গতকাল থেকেই। তবে বিজ্ঞপ্তির এই ভুলটা দ্রুত সংশোধন করে নেওয়া হবে।’
প্রসঙ্গত, ২০১৬ সালে প্রথম স্টেট লেভেল সিলেকশন টেস্ট অনুষ্ঠিত হয়েছিল। তবে সেই পরীক্ষার মেধাতালিকায় কারচুপির অভিযোগ উঠেছিল। পরে আদালতে মামলা দায়ের হয় এই নিয়ে। সেই মামলার প্রেক্ষিতে আদালত ওই মেধাতালিকা বাতিল করতে নির্দেশ দিয়েছিল। পাশাপাশি নতুন করে চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নেওয়ার নির্দেশও দেয় আদালত। এরপরই সেই নির্দেশ💞 মতো নয়া বিজ্ঞপ্তি জারি করেছিল এসএসসি। সেই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা তারিখ ঘিরে বিভ্রান্তি।