‘উৎকর্ষ বাংলা’ প্রকল্পের অধীনে মুখ্যমন্ত্রীর বিলি করা অফার লেটার নিয়ে ফের অসন্তোষ হুগলিতে। ভুয়ো অফার লেটার প্রাপকদের নতুন করে অফার লেটার পাঠা🌟নো হবে বলে সোমবারই নবান্নে সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন মুখ্যসচিব। সেই মতো সেদিনই ইমেলে অফার লেটার পেয়েছেন অনেকে। আর তার পরই চরম অসন্তোষ ছড়িয়েছে চাকরিপ্রার্থীদের একাংশের মধ্যে। কারণ মাত্র ১০,০০০ টাকার চাকরি করতে যেতে হবে সুদূর নয়ডা।
নে👍তাজি ইনডোর স্টেডিয়ামে উৎকর্ষ বাংলার মঞ্চ থেকে ভুয়ো অফার লেটার বিলির অভিযোগ উঠেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এই নিয়ে শোরগোল শুরু হলে বিষয়টির জন্য বণিকসভা সিআইআই নিযুক্ত এজেন্টকে দায়ী করেছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এমনকী ওই সংস্থার বিরুদ্ধে FIR দায়ের হয়েছে বলেও জানিয়েছেন তিনি। হুগলি🐷তে যে ১০৭ জনকে ভুয়ো অফার লেটার দেওয়া হয়েছিল তাদের নতুন করে অফার লেটার দেওয়া হবে বলে জানিয়েছিলেন তিনি। সেই মতো সোমবার ইমেলে অনেকের কাছে অফার লেটার পৌঁছেছে। তাতে দেখা যাচ্ছে ১০০০০ টাকা মাস মাইনেতে দিল্লির কাছে উত্তর প্রদেশের নয়ডায় লাইন অপারেটরের কাজে যোগ দিতে বলা হয়েছে। ১ অক্টোবরের মধ্যে যোগ দিতে হবে কাজে।
সারদার নথি চুরির তদন্ত করবে কাঁথি থানা, সিবিআই তদন্তের আর্জি খারিজ হাইকোর্টে
এখানেই শেষ নয়, অভিযোগ, গতবার অফার লেটারে দেওয়া ফোন নম্বরে ফোন ক🌞রে জানা গিয়েছিল সেটি ভুয়ো। সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে রাজ্য সরকারের কোনও কথাই হয়নি। আর এবার সে সব ঝামেলা এড়াতে অফার লেটারে সংস্থার কোনও ফোন নম্বরের উল্লেখই করেনি রাজ্য সরকার। দেওয়া হয়েছে সংস্থার নাম ও ঠিকানা। ফলে বিদেশ বিভুঁইয়ে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছলেও কার সঙ্গে যোগাযোগ করবেন তা নিয়ে আশঙ্কায় ভুগছেন চাকরিপ্রার্থীরা।
গণশক্তিকে এক চাকরিপ্﷽রার্থী জানিয়েছেন, অফার লেটারে ৮ হাজার টাকা বেতন ও অন্যান্য খরচ বাবদ ২ হাজার টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে। এই টাকায় কী ভাবে নয়ডার মতো ব্যয়বহুল জায়গায় থাকব? ওরা তো থাকার খরচও দেবে না। আর বাড়িতেই বা মা - বাবার হাতে কটা টাকা তুলে দেব কী করে?