পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের হিন্দুত্বের জোয়ার তুলতে মাঠে নেমে পড়ল বিশ্ব হিন্দু পরিষদ। রাজ্যজুড়ে ‘হিতচিন্তক’ কর্মসূচি ও সদস্য সংগ্রহ অভিয𒁃ান শুরু করেছে তারা। সংগঠনের তরফে জানানো হয়েছে হিন্দুদের একজোট করাই তাদের কর্মসূচির উদ্দেশ। তবে পঞ্চায়েত ভোটের মুখে এই ক𒁏র্মসূচির রাজনৈতিক উদ্দেশ থাকতে পারে বলে মনে করছেন অনেকে।
l সদস্যপদ গ্রহণের জন্য আবেদন করবেন। উৎসাহীদের নিয়ে তৈরি হবে আলাদা একটি গোষ্ঠী। তারা সংগঠনকে পরামর্শ দিয়ে সমৃদ্ধ করবেন। এছাড়া রাজ্যে পিছিয়ে পড়া শ্রেণির মানুষের পাশে দাঁড়াবেন বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা। নারী সুরক্ষা💦য় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে তারা।
সৌরীশবাবু বলেন, ‘গত বছর সীমান্ত লাগোয়া জেলাগুলিতে আমাদের কর্মসূচিতে বিশেষ উৎসাহ লক্ষ্য করে𓆉ছি। ফলে এবার সেখানে বেশি জোড় দেওয়া হবে। কী ভাবে সীমান্তবর্তী জেলাগুলির জনবিন্যাস বদলে যাচ্ছে তা মানুষের সামনে তুলে ধরবে বিশ্ব হিন্দু পরিষদ।’
তবে পঞ্চায়েত নির্বাচনের মুখে এই কর্মসূচির রাজনৈতিক তাৎপর্য খুঁজে পাচ্ছেন অনেকে। ত꧑াদের মতে, বিজেপির মাটি উর্বর করতে মাঠে নেমেছে বিশ্ব হিন্দু পরিষদ।