জুতো ব্যবসায়ীদের সুবিধার কথা ভেবে বাম আমলে তৈরি করা হয়েছিল এন্টালির বিদ্যাসাগর মার্কেট। পদ্মপুকুরের সংখ্যালঘু সম্প্রদায়ের জুতো ব্যবসায়ীদের জন্য এই মার্কেট তৈরি হয়েছিল। কিন্তু, এই নির্মাণে বিভিন্ন ধরনের সমস্যা থাকায় তা ভেঙে ফেলার 🌜সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। সম্প্রতি মেয়র পারিষদের বৈঠক হয়েছে তাতেই এই 🐲সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন: রাস্তা আটকে কেকের পসরা বসানো যাবে ন🍌া, জরিমানার সিদ্ধান্ত কলকাতা পুরসভার
বাম আমলে সিআইটি রোডের ধারে যে সমস্ত ব্যবসায়ীরা বসতেন তাদের সুবিধার কথা ভেবেই এই মার্কেট তৈরি করে সেখানে পুনর্বাসন দেওয়া হয়েছিল জুতো ব্যবসায়ীদের। পুরসভার বাজার দফতরের আধিকারিকদের বক্তব্য, ওই বাড়িতে কোনও নিকাশি ব্যবস্থা নেই। এটিকে সম্পূর্ণ নির্মাণ বলা চলে না। মেয়র পারিষদ (বাজার) আমিরুদ্দিন ববি জানিয়েছেন, সেখানে বাজারের জন্য যে ভবন তৈরি করা হয়েছিল সেটি হয়নি, বরঞ্চ এর ফলে পুরসভার সমস্যা হচ্ছে। সেই কারণেই এই বাজারটি ভেঙে ফেলার সিদ্ধান্ত ন🍸েওয়া হয়েছে। জানা যাচ্ছে, নিকাশি ব্যবস্থা না থাকায় ফলে বৃষ্টির সময় জল জমে যায়। এর জন্য অনেক ব্যবসায়ী সেখানে আসতে চান না। এবার এই অসম্পূর্ণ ভবন নির্মাণের জন্য বাম সরকারকে দায়ী করেছেন মেয়র পারিষদ। বিদ্যাসাগরেম মার্কেটে উদ্বোধন করা হয়েছিল বম আমলে। দ্বিতীয়বার মেয়র হওয়ার পর প্র🐟শান্ত চট্টোপাধ্যায়ের আমলে উদ্বোধন করা হয়েছিল এই বাজারের। কিন্তু, তার পর আর এই মার্কেটের সংস্কারে নজর দেয়নি তৎকালীন প্রশাসন।
এছাড়াও বিদ্যাসাগর মার্কেটে অধিকাংশ জায়গা বেআইনিভাবে দখল করে রেখেছিলেন হকাররা। তাদের না সরানোর ফলে সংস্কার করা যাচ্ছিল না। মার্কেটের ঘরগুলিকে গুদাম হিসেবে ব্যবহার করছেন ব্যবসায়ীরা। দীর্ঘদিন ধরে সংস্কার ✅না হওয়ার ফলে মার্কেটের দেওয়াল খসে পড়ছে। কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম চলতি বছরের প্রথম দিকে এই মার্কেট ঘুরে দেখেন। তখন ত🎃িনি এই মার্কেট পুনর্নির্মাণের কথা জানিয়েছিলেন। যদিও তার পরে অবশ্য জবরদখল সরানো হয়েছে। মেয়ের পারিষদ আমিরুদ্দিন জানিয়েছেন, এই মার্কেটে ২৫ জন ব্যবসায়ী রয়েছেন। বিল্ডিংটি ভেঙে ফেলা হলে সেক্ষেত্রে ব্যবসায়ীদের অন্য জায়গায় স্থানান্তরিত করার ব্যবস্থা করা হবে।