আজ মঙ্গলবার আবার বাংলার জন্য সুখবর চলে এল। এবার আইটিআই বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইন্সটিটিউটের জাতীয়স্তরের পরীক্ষায় বাংলার জয়জয়কার ঘটল। আবার বাংলার মুখ উজ্জ্বল করলেন তরুণ তরুণীরা। জাতীয়স্তরে যে পরীক্ষা হয়েছিল তার নাম অল ইন্ডিয়া ট্রেড টেস্ট (এআইটিটি)। সেখানে গোটা দেশের ২৮ টপারের মধ্যে বাংলারই রয়েছে ১১ জন। যা একটা বড় সাফল্য রাজ্যের কাছে। এই আইটিআই প্রশিক্ষণ দেয় রাজ্য সরকার। সেখানের ছাত্রছাত্রীদের এমন সাফল্যে অত্যন্ত আনন্দিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আজ সন্ধ্যায় এই তᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚথ্য এক্স হ্যান্ডেলে দিয়ে ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়েছেন।
বাংলার পক্ষে এটা একটা বড় অক্সিজেন দেওয়ার মতো খবর। বাংলার মেধা যে জগৎ বিখ্যাত আবার তা প্রমাণিত হল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারেরও যথেষ্ট সুনাম হল এই সাফল্যের মধ্য দিয়ে। কদিন আগেই অল ইন্ডিয়া ট্রেড টেস্ট হয়। তাতে শীর্ষস্থানে থাকা ২৮ জন পড়ুয়ার মধ্যে ১১ জনই বাংলার। আজ এক𝓰্স হ্যান্ডেলে এই খবর জানিয়ে কৃতী ছাত্রছাত্রীদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মুখ্💯যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই বেশ কয়েকটি আন্তর্জাতির স্বীকৃতি এবং কেন্দ্রীয় সরকারের নানা স্বীকৃতি পেয়েছে বাংলা। এবার জাতীয়স্তরেও এল স্বীকৃতি।
রাজ্যের এক একটি ক্ষেত্রে সাফল্য সুনাম বহন করে নিয়ে আসছে। আর সে কথা তুলে ধরছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৩ সালের অল ইন্ডিয়া ট্রেড টেস্টে ৮ জন কৃতী ছাত্রছাত্রীর নাম উঠে এসেছিল (এআইটিটি)। এবার সেটাকেও ছাপিয়ে গিয়ে ৩টি অতিরিক্ত সাফল্য এল। যা একপ্রকার রেকর্ড। তাই এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের আইটিআই প্রশিক্ষণার্থীরা আবারও জাতীয় স্তর😼ের পরীক্ষা—অল ইন্ডিয়া ট্রেড টেস্ট (এআইটিটি), ২০২৪ এও ভাল পারফর্ম করেছেন।’
আরও পড়ুন: প্রায় দু’কোটি টাকার সোনার বিস্কুট উদ্ধার শিলিগুড়িতে, গ্রেফতার ভিন রাজ্যের যুবক
এছাড়া তাঁদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কালীপুজো এবং দীপাবলির আগে এই সাফল্য নিঃসন্দেহে রাজ্যের কাছে তাৎপর্যপূর্ণ। তার উপর সামনে ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। সেটার আগেও এই খবর বাড়তি মাইলেজ দেবে রাজ্য সরকারকে বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লেখেন, ‘আমি তরুণ ছেলে–মেয়েদের এবং এই অসাধারণ কৃতিত্বের সঙ্গে জড়িত সকলকে অভিনন্দন জানাচ্ছি।’ এই ১১ জনের মধ্যে আবার ৬ জন তরুণীই। তাইꦑ মুখ্যম🤪ন্ত্রী আরও খুশি বলে সূত্রের খবর।