‘মোদী’ পদবি নিয়ে মানহানির মামলায় সুরাট আদালত ൲রাহুল গান্ধীর সাংসদ পদ কেড়ে নিয়েছিল। এমনকী জেলে যাওয়ার নির্দেশ দিয়েছিল। ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন কংগ্রেস নেতা। তাতেই আপাতত স্বস্তি মিলেছে রাহুল গান্ধীর। সুরাট আদালতের সাজার নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। তার পর থেকেই কংগ্রেস শিবিরে ব্যস্ততা চরমে উঠেছে রাহুল গান্ধীর সাংসদ পদ ফেরাতে। লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলতে ছুটেছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। আর রাহুল গান্ধীর এই খবরে খুশি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। রাহুল গান্ধীর মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ প্রকাশ্যে আসতেই টুইট করেছেন তিনি।
এদিকে সেই টুইটে তিনি𝕴 যে এই রায়ে কতটা খুশি সেটা বুঝিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাহুল গান্ধীর এই জয় যে ‘ইন্ডিয়া’কে আরও জোটবদ্ধ হয়ে লড়াই করার শক্তি দিল সে কথাও উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে।✨ আজ শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি আরএস গাভাই এবং বিচারপতি পিকে মিশ্রের বেঞ্চ রাহুল গান্ধীর দু’বছরের জেলের সাজার উপর স্থগিতাদেশ দিয়েছে। সুতরাং সুরাট আদালতের রায় আপাতত কার্যকর হচ্ছে না। তাই জেল তো হলই না বরং সাংসদ পদ ফিরে পেতে চলেছেন ওয়াইনার থেকে জেতা কংগ্রেস নেতা। এটা বিরোধী জোটকে অক্সিজেন দিল বলে মনে করা হচ্ছে।
ঠিক কী বলছে কংগ্রেস? এই রায়ের পর এখন বাড়তি শক্তি পেল কংগ্রেসও। সব ঠিক থাকলে সোমবারই সংসদে পা রাখবেন রাহুল গান্ধী। তারপর অধিবেশন আরও সরগরম হবে বলে কংগ্রেসের দাবি। এই রায় এবং রাহুল গান্ধীর স্বস্তি নিয়ে অধীররঞ্জন চৌধুরী বলেন, ‘সত্যমেব জয়তে। রাহুল গান্ধীর বিরুদ্ধে যে জঘন্য ষড়যন্ত্র রচনা করা হয়েছিল, আজ প্রমাণিত হল ওই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। এই ঘটনা আবারও প্রমাণ করল যে, এই দেশে বিচারব্যবস্থা এখনও অটুট রয়েছে।’ আর অখিলেশ যাদব টুইটে লেখেন, ‘সুপ্রিম কোর্ট রাহুল গান্ধীর সাজ🍸ায় স্থগিতাদেশ দিয়েছে। এই রায়ে বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা আরও বাড়ল।’
আরও পড়ুন: ‘নত♏ুন দল করার কোনও প্রশ্নই নেই, তৃণমূলেই থাকব’, ঘুরে গেলেন বিধায়ক হুম🌃ায়ুন কবীর
ঠিক কী লিখেছেন বাংলার মুখ্যমন্ত্রী? এই রায় প্রকাশ্যে আসতেই নিজের খুশি প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেঙ্গালুরুর বৈঠকে আমাদের ফেবারিট রাহুল গান্ধী বলে তিনিই সম্বোধন করেন। আর তৃণমূলনেত্রী আজ টুইটে লেখেন, ‘এই জয় বিচার ব্যবস্থার জয়। আমি খুব খুশি রাহুল গান্ধী সাংসদ পদ ফিরে পাওয়ায়। এই রায় আরও মজবুত করবে ইন্ডিয়া জোটকে। মাতৃভূমির জন্য আরও একজোট হয়ে লড়াই করে ইন্ডিয়া জিতবে।’ বাংলার মুখ্যমন্ত্রীর এই টুইটে কংগ্রেসও খুব খুশি। আ🙈গামী দিনে আবার একটা বৈঠক একমঞ্চে আসতে চলেছেন রাহুল–মমতা সহ অন্যান্যরা।