কালীপুজোর জন্য গতকাল, ৩১ অক্টোবর কলকাতায় ব্যাঙ্ক বন্ধ ছিল। তবে আজ, ১ নভেম্বরও কি ব্যাঙ্ক বন্ধ কলকাতা সহ বাংলায়? না। আরবিআই-এর তালিকা অনুযায়ী, আজ কলকাতা সহ পশ্চিমবঙ্গে ব্যাঙ্ক বন্ধ নয়। তবে আগরতলা সহ ত্রিপুরায় আজ দিওয়ালি উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ। এছাড়া বেলাপুর, বেঙ্গালুরু, ভোপাল, দেরাদূন, গ্যাংটক, গুয়াহাটি, ইম্ফল, জম্মু, কানপুর, লখনউ, মুম্বই, নাগপুর, রায়পুর, শিলং, শ্রীনগরে আজ ব্যাঙ্ক ছুটি। তবে দিল্লিতে আজ ব্যাঙ্ক খোলা। এদিকে এরপর ২ নভেম্বর অবশ্য দেশের বহু জায়গায় খোলা থাকবে ব্যাঙ্ক। সেদিন কলকাতাতেও ব্যাঙ্ক খোলা। ৩ নভেম্বর রবিবার অবশ্য ব্যাঙ্ক ছুটি। তবে ২ তারিখ দিওয়ালির জন্য ব্যাঙ্ক বন্ধ থাকবে আমেদাবাদ, বেলাপুর, বেঙ্গালুরু, দেরাদূন, গ্যাংটক, জয়পুর, কাপুর, লখনউ, মুম্বই, নাগপুরে। (আরও পড়ুন: ট্রেনে সংরক্ষিত🌼 আসনের টিকিট কাটার নিয়ম বদল আজ থেকে, আর আগেই যাঁরা কেটেছিলেন...)
এদিকে আজ, ১ নভেম্বর দিওয়ালির ছুটির জেরে বন্ধ থাকবে স্টক মার্কেট। তবে সন্ধ্যায় ৬টা থেকে ৭টা পর্যন্ত মুহূরত ট্রেডিংয়ের জন্যে খুলবে শেয়ার বাজার। এরপর ৯ নভেম্বর মাসের দ্বিতীয় শনিবারে উপলক্ষে বন্ধ থাকবে ব্যাঙ্ক। ১০ নভেম্বর রবিবারও সাপ🍰্তাহিক ছুটির ফলে ব্যাঙ্কের গেট বন্ধ থাকবে। এরপর ১২ নভেম্বর এগাস-বাগওয়াল উপলক্ষে শুধুমাত্র উত্তরাখণ্ডে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৫ নভেম্বর গুরু নানক জয়ন্তী উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে দেশে। এরপর ১৭ নভেম্বর রবিবার সাপ্তাহিক ছুটি বলে বন্ধ থাকবে ব্যাঙ্ক। ১৮ নভেম্বর কনকদাস জয়ন্তী উপলক্ষে কর্ণাটকে বন্ধ ব্যাঙ্ক। ২৩ নভেম্বর মাসের চতুর্থ শনিবারে বন্ধ থাকবে ব্যাঙ্ক আর নভেম্বরের শেষ ব্যাঙ্ক ছুটি থাকবে রবিবার ২৪ নভেম্বর।
এদিকে কালীপুজো, ভাইফোঁটা, ছটপুজোর জন্যে নভেম্বরের শুরুতেই বেশ কয়েকটি ছুটি পাবেন বাংলার রাজ্য সরকারি কর্মীরা। কালীপুজোর জন্য গত ৩১ অক্টোবর ছুটি পড়েছে রাজ্য সরকারি অফিসগুলিতে। সেই ছুটি চলবে ভাইফোঁটা, ৪ অক্টোবর পর্যন্ত। এই আবহে নভেম্বরে প্রথমবারের জন্যে সরকারি কর্মীদের অফিসে যেতে হবে ৫ অক্টোবর। তবে তারপর ফের ছটপুজোর ছুটি পাবেন সরকারি কর্মীরা। উল্লেখ্য, ৭ এবং ৮ নভেম্বর ছট পুজোর ছুটি থাকবে দেশের বহু রাজ্যেই। ছট পুজো উপলক্ষে রাজ্যেও বন্ধ থাকবে সমস্ত সরকারি দফতর। উল্লেখ্য, এর আগে ছটপুজোর এই ছুটিটি শুধুমাত্র সেই সরকারি কর্মীরাই পেতেন, যাঁরা ছটপুজো করতেন। তবে বছর খানেক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলের জন্যই ছটপুজোর ছুটি ঘো💃ষণা করেন।