লোকসভা নির্বাচনের আগে আরও একটি মাস্টারস্ট্রোক ম🍸ুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা বাড়ানোর কথা আগেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আর এবার লোকসভাকে পাখির চোখ করে বেকার যুবক-যুবতীদের জন্য বড় সিদ্ধান্ত গ্রহণ করল ꧃রাজ্য মন্ত্রিসভা।
আরও পড়ুনঃ কলকাতা পুলিশে প্রায় ৪০০০ পদে নিয়োগের জন্য আবেদন শুরু, কীভাবে করবেন? দে🤪খ♑ুন পুরোটা
নবানඣ্ন সূত্রে খবর, সবমিলিয়ে ২০০০ শূন্যপদে নিয়োগের সিদ্ধান্তে ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা। কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ এবং দমকলে এই নিয়োগ করা হবে। এর মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে রাজ্য পুলিশে। সেক্ষেত্রে ১,৩০০-র বেশি শূন্যপদ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপরেই দমকলে সবচেয়ে বেশি সংখ্যক নিয়োগ হবে। সেক্ষেত্রে ৬০০ টি মতো শূন🔯্যপদ তৈরি করা হবে দমকলে। আর সব শেষে কলকাতা পুলিশে ৩৫০ টি শূন্যপদে নিয়োগ করা হবে।
উল্লেখ্য, বেতন বৃদ্ধি-সহ একাধিক দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন আশা এবং আইসিডিএস কর্মীরা। কিছুদিন আগেই তাঁর🍌া কর্মবিরতি শুরু করেছিলেন। আর আজ সকাল ১০টা নাগাদ ফেসবুকে মুখ্যমন্ত্রী তাদের বেতন বৃদ্ধির কথা ঘ🐓োষণা করেন। মুখ্যমন্ত্রীর ঘোষণা, আশাকর্মী এবং আইসিডিএস কর্মীদের ৭৫০ টাকা করে বেতন বৃদ্ধি করা হবে। এছাড়া আইসিডিএস সহকারীদের বেতন ৫০০ টাকা করে বৃদ্ধি করা হল। তারও আগে ১০০ দিনের শ্রমিকদের বকেয়া টাকা মিটিয়েছে রাজ্য সরকার। আর এবার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হল।
অন্যদিকে, সুন্দরবনে প্রতি বছর বর্ষায় বড় সমস্যা হল বন্যা। সেই সমস্যার পাকাপাকিভাবে সমাধানের জন্যও মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেক্ষেত্রে সুন্দরবন একালায়𝐆 বন্যা প্রতিরোধে নয়া প্রকল্প তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে সুন্দরবন এলাকায় বাঁধ তৈরি করে বন্যা প্রতিরোধ করা হবে। বিশ্ব ব্যাঙ্ক এনিয়ে আর্থিক সাহায্য দেবে বলে জানিয়েছে। এর ফলে সুন্দরবনবাসীদের সুবিধা হবে।