প্রায় ১০ মাস বন্ধ থাকার পর অবশেষে পশ্চিমবঙ্গে খুলতে চলেছে স্কুল 🍷♊কলেজ। রবিবার দলীয় সাংবাদিক বৈঠকে এমনই ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানান, স্কুল খোলার ব্যাপারে ভাবনা চিন্তা শুরু করেছে শিক্ষা দফতর। সরকারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
করোনা সংক্রমণ শুরু হওয়ার পর গত মার্চ থেকে বন্ধ পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। দীর্ঘদিন বন্ধ থাকার পর অনলাইনে চলছে পঠনপাঠন। কিন্তু বিদ্যালয়ের অঙ্গনে কবে ফিরবে পড়ুয়ারা? এই প্রশ্নের জবাবে রবিবার পার্থবাবু জানান, আমরা স্কুলগুলি স্যানিটাইজে🦂শনের কাজ চলছে। রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে।
সঙ্গে তিনি মনে করান, করোনা সংক্রমণে রাশ টানা গেলেও এখনো তা 🀅নির্মূল হয়নি। ফলে স্কুল খুললে পড়ুয়াদের মধ্যে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা থাকবে। ইতিমধ্যে বেশ কয়েকটি রাজ্য স্কুল খুলে বিপদে পড়েছে। সংক্রমণ ছড়ানোয় ফের স্কুল বন্ধ রাখার সিদ্ধানꦬ্ত নিতে হয়েছে তাদের।