কর্পোরেট সংস্থার অনেকেই এখন ওয়ার্ক ফ্রম হোমে অভ্যস্ত হয়ে গিয়েছেন। স্কুল শিক্ষকরা তো দিনের পর দিন ধরে বাড়ি থেকে অনলাইনেই ক্লাস নিচ্ছেন। কিন্তু শত বিপদের মাঝেও একেবারে রাস্তায় নেমে কাজ করছেন পুলিশ কর্মী, আধিকারিকরা। থানা সামলানো থেকে করোনা পরিস্থিতি সামলানো, সবটাই তাঁরা করছেন রাস্তায় নেমে। সংক্রমণের আশঙ্কা সত্ত্বেও থানায় থেকেই দিনের পর দিন, রাতের পর রাত কাজ করছেন তাঁরা। ওসি, অতিরিক্ত ওসিরাও নিয়মিত আসেন থানায়। তবে এবার কলকাতা পুলিশেও চালু হতে পারে ওয়ার্ক 🍰ফ্রম হোম।খোদ কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র এব্যাপারে উদ্যোগী হয়েছেন। শনিবার কলকাতা পুলিশের বিভিন্ন থানার ওসি সহ অন্যান্য আধি🦂কারিকদের সঙ্গে বৈঠকে এব্যাপারে আলোচনা হয়েছে। তবে সমস্ত পুলিশ কর্মীরা এই সুবিধা পাবেন না। একমাত্র ওসি ও অতিরিক্ত ওসি একদিন বাড়িতে থেকে কাজ করতে পারবেন।এমনটাই খবর পুলিশ সূত্রে।
কিন্তু বাড়ি থেকে কাজ হবে কী করে। এত দায়িত্ব সব বাড়ি থেকে সামলানো কি মুখের কথা। বাড়িতে তেমন পরিকাঠামোই বা কোথায়। এসব প্রশ্নও উঠতে শুরু করেছে পুলিশের একাংশের মধ্যে। কিন্তু কমিশনার জানিয়েছেন, কর্পোরেট সংস্থার কর্মীরা অনেক দিন ধরেই ওয়ার্ক ফ্রম হোম করছেন। সেক্ষেত্রে কলকাতা পুলিশে এই কাজ চালু হলে সমস্যা হওয়ার কথা নয়। এব্যাপারে দ্রুত ভাবনাচিন্তা করে পদক্ষেপ নেওয়ার কথা তিনি জানিয়েছেন। অন্যদিকে থানার মালখ✤ানাগুলিকেও কোভিড পরিস্থিতিতে পরিচ্ছন্ন রাখার কথা নির্দেশ দিয়েছেন কমিশনার। মালখানা পরিষ্কার রাখলে পুরস্কৃত করার কথাও জানিয়েছেন তিনি।