আরজি কর কাণ্ড নিয়ে গোটা দেশে প🍌্রতিবাদের আবহের মধ্যেই কলকাতায় চলন্ত বাসে শ্লীলতাহানির শিকার এক তরুণী। মঙ্গলবার সকালে এই ঘটনায় পূর্ব কলকাতার রুবি মোড়ে উত্তেজনা ꧂ছড়ায়। অভিযুক্তকে গণপ্রহার করেন অন্যান্য বাসযাত্রীরা। এর পর তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
আরও পড়ুন - আরজি কর কাণ্ডের একম🧔াস পর এখনও ধৃত সঞ্জয়ই মূল অভিযুক্ত! কীভাবে এগিয়েছে CBI?
পড়তে থাকুন - 'টাকার কথা বলিনি' মিথ্যেবাদী মুখ্য়মন্ত্রী, মমতার ভিডিয়োতে প্রমাণ দিলেন শু𓂃ভে✅ন্দু
আক্রান্ত মহিলার ভাই জানিয়েছেন, মঙ্গলবার সকাল সাড়ে ৯টা নাগাদ রুবি মোড় থেকে ফুলবাগানে যাওয়ার জন্য বাসে ওঠেন তাঁর দিদি। বাসে এক ব্যক্তি তাঁকে অশালীনভাবে স্পর্শ করতে শুরু করে। মহিলা চিৎকার করে প্রতিবাদ করলে অভিযুক্ত বাস থেকে নেমে পালানোর চেষ্টা করেন বলে অভিযোগ। তখন বাসের অন্যান্য ✨যাত্রীরা তাকে ধরে ফেলেন। এর পর শুরু হয় গণধোলাই। ঘটনা দেখে এগিয়ে আসেন সেখনে থাকা পুলিশকর্মীরা। অভিಞযুক্তকে আটক করেন তাঁরা। এর পর তাকে কসবা থানায় নিয়ে যান। সেখানে পৌঁছন আক্রান্ত মহিলাও কসবা থানায় শ্লীলতাহানির লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
আরও পড়ুন - রায় নয়, সঞ্জয় রাই; RG করের অভিযুক্ত আদতে বিহারের লোক, দাব💃ি মমতার, ‘হাওড়ারও…’
♛তরুণীর ভাই জানিয়েছেন, ঘটনার জেরে আতঙ্কিত তাঁর দিদি ও পরিবার। দিনে দুপুরে জনবহুল স্থানে মহিলারা নির্যাতনের শিকার হলে তাঁদের নিরাপত্তা কোথায়? প্রশ্ন তুলেছেন তিনি। এই ঘটনায় দোষী ব্যক্তির কঠোর শাস্তি দাবি করেছেন তিনি।