জেলাশাসকদের নিয়ে ফের বৈঠকে মমতা। জেলা শাসক সহ কয়েকটি দফতেরর সচিবরাও এই বৈঠকে ছিলেন। পি এইচ ই দফতর অর্♌থাত্ বাড়ি বাড়ি জল পৌঁছানো নিয়ে গত সপ্তাহের পর কি অগ্রগতি হল তা নিয়ে পর্যালোচনা বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠক বিধানসভায় হয়েছে। পিএইচ ই ডিপার্টমেন্ট জলের অপব্যবহার নিয়ে কতটা অ্যাকশন নিচ্ছে, তা খতিয়ে দেখেন মমতা।
এদিনের, বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানো হয় বেশ কয়েকটি পরিসংখ্যান। রাজ্যে পানীয় জলের অপব্যবহার নিয়ে এদিন নানান বিষয়ে রাজ্যের প্রশাসনিক কর্তারা মমতা বন্দ্যোপাধ্যায়♈কে অবহিত করেন। এদিনের বৈঠকে ছিলেন রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। প্রশাসনিক কর্তারা মুখ্যমন্ত্রীকে জানান, জলের অবৈধ সংযোগ নিয়েও পদক্ষেপ করা হয়েছে। মমতা বলেন, জলের পাইপ কেটে রাস্তার মাঝখান থেকে কেউ কেউ নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন। এই ঘটনা আইনত বেঠিক, বলেও তিনি মন্তব্য করেন।
রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন,' নম্বর অফ লোকেশন যেখানে পানীয় জল অপব্যবহার হচ্ছে…কেউ কেটে নিচ্ছে, কেউ নিজের সবজি খেতে নিচ্ছে, সে চাষ করুক আমরা চাই, তাঁকে নিশ্চয়ই আণরা হেল্প করব। তবে অন্য পদ্ধতিতে। কিন্ত꧙ু খাবার জলের পাইপ কেটে করা যায় না। এটা অন্যায়। এটা করলে তাঁর বিরুদ্ধে ক্রিমিনাল কেস হবে। তাঁকে কিন্তু পুলিশ গ্রেফতার করতে পারে। গ্রেফতার করে আইনত ব্যবস্থা নিতে পারে। এটা দয়া করে যাঁরা করছেন তাঁরা করবেন না। '
রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, ‘বেলা ৩ টে পর্যন্ত যে সমীক্ষা হয়েছে, তাতে প্রায় ১৮,২৩০ লোকেশনে সেখানে অপব্যবহার হচ্ছে।’ মমতা বলেন 'রেস্টোরেশন' কতগুলো লোকেশনে হয়েছে, তাও খেয়াল রাখতে হবে। দিদি বলেন,' সবচেয়ে বেশি অপব্যবহার হয়েছে ৩৮৯৩ টা লোকেশনে পূর্ব মেদিনীপুরে। তারপর দক্ষিণ ২৪ পরগনা। …কেন ইঞ্জিনিয়াররা দেখেনি? কেন বিডিও ডিএমরা দেখেননি? এসডিওরা দেখেননি? কার ভয়ে? আমি পরিষ্কার বলছি, কোনও নেতার কথা শুনবেন না, কোনও রাজনৈতিক দলের কথা শুনবেন না। কোনও পুলিশ আপোস করবেন না। বিডিও ডিএম এসডিওরা আপোস করবেন না।' রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, পানীয় জল সবচেয়ে বেশি অপব্যবহার হয়েছে ৩ টে জেলায়। পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। তিনি জানান, জল অপব্যবহার নিয়ে কালিম্পং-এ সংখ্যাটা শূন্য। ১৮,২৩০ লোকেশন নিয়ে মমতা প্রশাসনকে সতর্ক থাকার বার্তা দিয়ে সাফ বলেন,'আপনারা সারপ্রাইজ ভিজিট করবেন,যদি কেউ আপোস করেন কারোর ভয়🦄ে, তাহলে আমি তাঁর চাকরি আগে খাবো।'