আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অন্দরে তরুণী চিকিৎসকের মৃত্যু ঘিরে প্রশ্নের ঝড় অব্যাহত। ইতিমধ্যেই সিবিআই তদন্ত শুরু হয়েছে। বিচারের আশায় থাকা মানুষ পথে নেমে বিক্ষোভে শা꧂মিল হয়েছেন। বিক্ষোভে জুনিয়র চিকিৎসকরা। এই কাণ্ডে মৃত্যু ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে নেমেছে বিজেপিও। রবিবার পূর্ব মেদিনীপুরের রামনগরে এক সভায় শুভেন্দু অধিকারী আরজি কর কাণ্ড নিয়ে মুখ খোলেন।
বাংলার বুকে মহ𒁏িলা নিরাপত্তা নিয়ে এদিন শুভেন্দু অধিকারী প্রশ্ন তোলেন। রাজ্যের বির💜োধী দলনেতা তথা বিজেপির নেতা শুভেন্দু অধিকারী বলেন,'উত্তর প্রদেশে একটা ঘটনা সামনে এলে যোগীজি কী করেন দেখতে পাচ্ছেন। অসমেও ঘটেছিল এমন ঘটনা। পুকুরে চুবিয়ে চুবিয়ে পুলিশ জল খাইয়েছে। মহারাষ্ট্রেও আমাদের সরকার .. সেখানে বদলাপুরে রাম নাম সত্য হ্যায় করে দেওয়া হয়েছে ধর্ষকের। আর একটা অদ্ভুত রাজ্যে আমরা বাস করি..।' শুভেন্দু অধিকারী তুলে ধরেন আরজি কর নির্যাতিতার ঘটনা, তিনি তুলে ধরেন ৩৬ ঘণ্টা কর্মরত থাকার পর নির্যাতিতার সঙ্গে ঘটে যাওয়া সেই অভিশপ্ত ঘটনার কথা।
শুভেন্দু অধিকারী তাঁর বক্তব্যে তুলে ধরেন সুপ্রিম কোর্টের কথা। বলেন, আরজি করের ঘটনায় সিবিআইয়ের জমা করা রিপোর্ট দেখে স্তম্ভিত হয়েছে সুপ্রিম কোর্টও। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী একইসঙ্গে বলেন,' কী অদ্ভূত.. গ্রেফতার ধর্ষক সঞ্জয় রাই, তার সঙ্গে গ্রেফতার ডাক্তার সন্দীপ ঘোষ। এ🐈কই জেলে গ্রেফতার টালা থানার ওসি অভিজিৎ ꦍমণ্ডল।' খোঁচার সুরে শুভেন্দু প্রশ্ন তোলেন,'ভাবতে পারেন আপনি আক্রান্ত হলে কোথায় যাবেন? থানায় তো? অথচ দেখুন থানার ওসিও জেলে। আরজি করের প্রাক্তন মালিকও জেলে। এ ভূ-ভারতে কোথাও নেই।'
(Video: 'মেয়ে, স্ত্রী, অভিষেক, মমতার নামে' দিল⛎েন পুজো! কঙ্কালীতলায় গিয়ে ফুঁপিয়ে কান্না অনুব্রতর )
(Mamata Banerjee: ‘ঠান্ডা লাগছে না?'-ফের মমতাময়ী দিদি, স্বজনহারাকꦕে দিলেন নিজের চাদর )
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন,' আমি রাজ্যের বিরোধী দলনেতা। আমি আপনাদের বলি… একটা ঘরে অত্যাচার করেছে, অ𒀰ন্য ঘরে নিয়ে গিয়ে দেহ রেখেছে, পোস্ট মর্টেমের পরে যে জামাকাপড় সঙ্গে দে꧒ওয়া হয়েছে, সেটাও বদলে দেওয়া হয়েছে, ভিসেরা বদলেছে, রক্তের স্যাম্পেল বদলেছে, সিসিটিভি ফুটেজ নষ্ট করেছে, ভাবতে পারেন কোন রাজ্যে আপনারা আছেন? কে এই মুখ্যমন্ত্রী?'