তিনি ভারতে আসার পর থেকে অশান্তি ছড়িয়ে পড়েছে দিল্লি। হিংসায় এখনও পর্যন্ত ন'জনের মৃত্যু হয়েছে। তবে দিল্লির অশান্তির বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কোনও কথা হয়নি বলে জানালে✱ন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আরও পড়ুন : সব গল্পেরই দুটো দিক 🐠রয়েছে, কাশ্মীর নিয়ে ভারত-পাক সংঘাত প্রসঙ্গে মত ট্রাম্পের
সোমবার সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) পন্থী ও বিরোধী সমর্থকদের সংওঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর-পূর্ব দিল্লি। দুই শিবিরের মধ্যে খণ্ডযুদ্ধ বাধ✨ে। জ্বালিয়ে দেওয়া হয় গাড়ি। দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়। ছোড়া হয় পেট্রল বোমা। চলে পাথরবৃষ্টি এবং গুলি। অনেকের হাতে তরোয়ালও দেখা যায়। এদিনও সেই ঘটনার পুনরাবৃত্তি হয়। গুলি চলে মৌজাপুরে। উত্তর-পূর্ব দিল্লির বিভিন্ন প্রান্তে পাথরবৃষ্টি হয়।
ট্রাম্পের ভারত সফরের দ্বিতীয় দিনের লাইভ ব্লগ
ফলে সাংবাদিক বৈঠকে প্রশ্নটা যে আসবে, তা ভালোভাবেই জানতেন মার্কিন প্রেসিডেন༺্ট ডোনাল্ড ট্রাম্প। হলও তাই। তবে ট্রাম্প জানালেন, দিল্লির হিংসা নিয়ে মোদীর সঙ্গে কোনও আলোচনা হয়নি। তিনি বলেন, 'আমি ব্যক্তিগত আক্রমণের বিষয়ে শুনেছি। কিন্তু আমি এটা নিয়ে আলোচনা করিনি।'