সামไান্য বাড়ল সোনার দাম। বৃহস্পতিবারের তুলনায় এদিন উর্ধ্বমুখী হয়েছে রুপোর দরও।
বৃহস্পতিবার কলকাতায় ১০ গ্রাম পাকা সোনার দাম ছিল ৪১,০৭০ টাকা। শুক্রবার তা বেড়ে হয়েছে ৪১,৩২০ টাকা।𒈔 অন্যদিকে, বৃহস্পতিবার ৩৯,০০০ টাকার নিচে নেমেছিল ১০ গ্রাম গয়না সোনার দাম। এদিন তা বেড়ে আবারও ৩৯,০০০ টাকার গণ্ডি ছাড়িয়েছে। দাম বেড়েছে হলমার্ক সোনার গয়নারও। এদিন ১০ গ্রাম হলমার্ক সোনার গয়নার দাম থাকবে ৩৯,৭৯০ টাকা। যা বৃহস্পতিবারের তুলনায় ২৪০ টাকা বেশি।
দাম বেড়েছে রুপোরও। ৩০০☂ টাকা বেড়েছে এক কেজি খুচরো রুপোর দাম। শুক্রবার কলকাতায় জিএসটি ছাড়া সোনা ও রুপোর দাম কত থাকবে, তা একনজরে দেখে নেওয়া যাক –
• ২৪ ক্যারাট, পাকা সোনা (১০ গ্রাম) – ৪১,৩২০ টাকা।
• ২২ ক্যারাট, গয়না সোনা (১০ গ্রাম) – ৩৯,২০০ ট🐭াকা।
• ২২ ক্যারাট, হলমার্ক সোনার গয়না (১০ গ্🧔রাম) -৩৯,৭৯০ টাকা।
• রুপোর বাট (প্রতি কেজি) – ৪৬,২০০ টাকা।
• খুচরো রুপো (প্রতি কেজি) – ৪৬,৩০০ টাকা।