উত্তর প্রদেশের ফুলপুরে ইফকো-র ইউরౠিয়া উৎপাদক কারখানার দুর্ঘটনায় অ্যামোনিয়া গ্যাস লিক করে ২ শ্রমিকের মৃত্যু হ﷽য়েছে।
সংবাদসংস্থা এএনআই জা🍸নিয়েছে, মঙ্গলবার রাত ১০.৩০ নাগাদ প্রয়াগরাজ শহরতলির ফুলপুরে ইফকো-র এক নম্বর ইউরিয়া কারখানার একটি অ্যামোনিয়া পাম্পের টাই রড ভেঙে পড়ে। তার জেরে আচমকা প্রচুর পরিমাণে অ্যামোনিয়া গ্যাস লিক হতে শুর♑ু করে।
কারখানা চত্বর থেকে গোটা অঞ্চলে ছড়িয়ে পড়তে থাকে অ্যামোনিয়া গ্যাস। প🃏াম্প মেরামতকরতে গিয়ে শ্বাসকষ্টের জেরে মৃত্যু হয় দুই শ্রমিকেরꩵ। ঘটনায় আরও ১৩ জন কর্মী ও ২ ঠিকাশ্রমিক অসুস্থ হয়ে পড়েন।
অসুস্থদের মধ্যে পাঁচ জনকে পরে প্রয়াগরাজের হাসপাতালে ভরতি করা হয়। ইফকো টাউনশিপ হাসপাতালে ভরতি করা হয় আরও ১ജ০ শ্রমিককে। তাঁদের মধ্যে ২ জনকে পরে ছেড়ে দেওয়া হয়েছে।
দুর্ঘটনার কথা স্বীকার করে প্রয়াগরাজের জেলাশাসক ভানু চন্দ্র গোস্বামী জানিয়েছেন, ’ইফকো-র দুর্ঘটনাগ্রস্ত কারখানাটি আপাতত বন্ধ রাখা হয়েছে বলে তিনি জানান। পরে মেরামতির ফ🙈লে গ্যস লিক থামানো গিয়েছে, জানিয়েছেন জেলাশাসক।’