বাংলা নিউজ > হাতে গরম > লকডাউনে ব্যাঙ্কিং পরিষেবা স্বাভাবিক, সমস্যা হচ্ছেনা নেট ও মোবাইল ব্যাঙ্কিংকেও- RBI গভর্নর
লকডাউনের মধ্য📖েও ব্যাঙ্কিং পরিষেবায় কোনও সমস্যা হয়নি বলে জানালেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। বাড়ি থেকে যারা ইন্টারনেট ও মোবাইল ব্যাঙ্কিং করেছেন, তাদেরও কোনও অসুবিধার স𒆙ম্মুখীন হতে হয়নি বলে জানান তিনি।
যেভাবে ব্যাঙ্ককর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন, সেটিকেও কুর্নিস করেন তিনি। তবে মার্চ ২৭ তারিখ থেকে অর্থনৈতিক হাল খারাপ হলেও কিছু জায়গায় আলোর ঝিলিক মিলছে বলেও জানান আরবিআই প্রধান। যেভাবে ফসল বোনার কাজ চলছে ও স্বাভাবিক বর্ষণের পূর্বাভাস অর্থনীতির জন্য ভালো 🐲খবর, বলে জানান শক্তিকান্ত দাস।
যাতে গ্রাহকদের পরিষেবা দিতে অসুবিধা না হয়, সেই জন♐্য ব্যাঙ্কদের বিকল্প পরিকল্পনা দিতে বলা হয়েছে বলে জানান তিনি। ২১ শতাংশ এটিএম সচল বলে জানান শক্তিকান্ত দাস। অর্থনৈতিক পরিস্থিতির ওপর আরবিআই কড়া নজর✤ রাখছে বলেও জানান শীর্ষ ব্যাঙ্ক প্রধান।
হাতে গরম খবর