করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় কোয়ারেন্টাইন কেন্দ্রে রাখা হয়েছিল। কিন্তু সেই কেন্দ্রের করিডরে শৌচকর্মের অভিযোগে দু'জনের বꦉিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ। ঘটনাটি দিল্লির নারেলার।
আরও পড়ুন : ইউরোপে স𓆏ংক্রমণ ছড়💧ালে ইতালির দান করা PPE তাকেই কিনতে বাধ্য করল চিন!
তবলিগি জামাতের সদর দফতর মার্কাজ থেকে ওই দু'জনকে বের করে আনার পর দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষের আবাসনের কোয়ারেন্টাইন কেন্দ্রে রাখা হয়েছিল। অভিযোগ, প্রথম থেকেই বাজে ব্যবহার করছিলেন তাঁরা। সামাজিক দূরত্বের তোয়াক্কা না করে মাঝেমধ্যে উত্তেজনা তৈরি করছিলেন। সেই আবাসনের এক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি 🍒জানান, গত ৪ এপ্রিল শুদ্ধিকরণের সময় সাফাইকর্মীরা দেখতে পান দ্বিতীয় তলের বি ব্লকে শৌচকর্ম করেছেন কেউ। তারপরেই দুই জামাত সদস্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।
আরও পড়ুন : Coronavirus Update: লকডাউন ছাড়া একজন করোনা আ🙈ক্রান্ত মাসে ৪০৬ জনকে সংক্রামিত করতে পারেন, সতর্কতা কেন্দ্রের
দিল্লি পুলিশের জয়েন্ট কমিশনার (নর্দান রেঞ্জ) জানান, ভারতীয় দণ্ডবিধির ১৮৮ (সরকারি চাকুরের নির্দেশ অমা✱ন্য করা) ও ২৬৯ (ব🐻িপজ্জনক রোগের সংক্রমণের ক্ষেত্রে দায়িত্বজ্ঞানহীন কাজ) ধারায় মামলা রুজু করা হয়েছে।
আরও পড়ুন : Coronavirus Update: ไআর্জি একাধিক রাজ্য-বিশেষজ্ঞের, আরও দু'সপ্তাহ লকডাউন বাড়ানোর ভাবনা কেন্দ্রের
দিল্লির এক সরকারি আধিকারিক জানা꧑ন, এরকম ঘটনা আগেও ঘটেছিল। তাঁদের সতর্কও করা হয়েছিল। কিন্তু তা সত্ত♛্বেও কেউ কেউ কোয়ারেন্টাইনের নিয়মের তোয়াক্কা না করে অভব্যতা করছিলেন।