আম আদমি পার🃏্টি (আপ) জয়ের পর দিল্লিতে হু হু করে বাড়ল বিরিয়ানির চাহিদা। কয়েকটি রেস্তোরাঁ তো বিশেষ অফারও চালু করে দেয়।
আরও পড়ুন : সোশ্যাল মিডিয়ায় মন জিতল খুদে কেজরিওয়াল
বিরিয়ানির জন্য পরিচিত রাজধানীর একটি দোকানের সহ-প্রতিষ্ঠাতা জানান, মঙ্গলবꦓার একের পর পর এক বিরিয়ানির অর্ডার এসেছে। সন্ধ্যায় চাহিদা আরও বেড়েছে। সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে।
আরও পড়ুন : লো💃কসভা ভোটের পর একাধিꦗক রাজ্যে ধাক্কা BJP, বিধানসভায় ফিকে মোদী-শাহর ক্যারিশমা?
কয়েকটি রেস্তোরাঁ আবার বিরিয়ানির উপর বিশেষ ছাড় দেয়। সাকেতের তেমনই একটি রেস্তোরাঁর তরফে জানানো হয়, সব ধরনের বিরিয়ানিতেই একটা এক প্লাস এক অফ♒ার দেওয়া হয়েছে। হু হু করে বিরিয়ানি বিকোচ্ছে।
আরও পড়ুন : কে জিতলেন-কে হারলꦓেন, একনজরে হেভিওয়েট প্রার্থীদের রেজাল্ট
অথচ মঙ্গলবার দিল্লির একটি বড় অংশ আমিষ খাবার খান না। কিন্তু আপের জয়ে একদিনের জন্য সেই নিয়মভঙ্গ করে💃ন অনেকে🍬ই।
আরও পড়ুন : 'পরাজয়ে আমরা নির🧜াশ হই না🅘', সকালেই দিল্লি BJP অফিসের বাইরে পড়ল হোর্ডিং
কিন্তু, আপের জয়ের সঙ্গে বিরিয়ানির সম্পর্ক কোথায়?
দিল্লি ভোটের প্রচারপর্বে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, শাহিনবাগে যাঁরা প্রতিবাদ করছেন, তাঁদের বিরিয়ানি পাঠায় কেজরি সরকার। সেই রেশ ধরেই আ♐পেজ ঝড়ের পর মঙ্গলবার দিল্লিতে চলে বিরিয়ানি উৎসব। রসিকতার সুরে কয়𝐆েকজনের কটাক্ষ , যোগী আদিত্যনাথের মন্তব্যের ফল তাহলে একা কেজরি পেলেন না, রেস্তোরাঁগুলিও পেল বটে।