নেপালে কাঠমান্ডুর এক রিসর্টে একসঙ্গে মৃত্যু হল আট ভারতীয়র। অভিযোগ, বন্ধ ঘরের ভিতরে শ্বাসরোধ হয়ে মারা গিয়েছেন কেরালাဣর ওই ৮ বাসিন্দা।
মঙ্গলবার সকালে রিসর্টের ওই ঘরের দরজা বন্ধ থাকতে দেখেন কর্মীরা। বেলা গড়িয়ে গেলেও ঘরের দরজা না খোলায় ভিতর🅰ে থাকা বাসিন্দাদের সম্পর্কে উদ্বেগ ঘনায়।
শেষে দরজা ভেঙে ঢুকে ঘরের ভিতরে আট🀅 ভারতীয় পর্যটককে পড়ে থাকতে দেখা যায়। হাসপাতালে নিয়ে গেলে তাঁদের 🐭মৃত ঘোষণা করেন চিকিত্সকরা।
স্থানীয় পুলিশের দাবি, শ্বাসরোধ হয়ে পর্যটকদের মৃত্যু হয়েছে। মকওয়ানপুর জেলার পুল♍িশ সুপারিন্টেন্ডেন্ট সুশীল সিং রাঠোর জানিয়েছেন, ‘নিহত🔯দের পরিচয় এখনও জানা যায়নি। ঘরের ভিতরে তাঁরা গ্যাস হিটার ব্যবহার করছিলেন। শ্বাসরোধ হয়ে ওঁদের মৃত্যু হয়েচে বলে প্রাথমিক তদন্তে দাবি করা হয়েছে।’
হোটেলের ♈ম্যানেজার জানিয়েছেন, চারটি ঘর বুক করলেও আট পর্যটক একটি ঘরেই রাতে শুতে যান। ঠান্ডা এড়াতে তাঁরা গ্যাসচালিত রুম হুটার ব্যবহার করেন। ঘরের সমস্ত দরজা ও জানলা বন্ধ থাকায় হিটারের গ্যাস বেরোনোর রাস্তা না পেয়ে ঘরে জমতে থাকে ও বিপত্তি ঘটায়।
নিহতদের নাম ও ঠিকানা প্রকাশ করেছে কাঠমান্ডু পুলিশ। ঘটনায় প্রাণ হারিয়েছেন কেরালার বাসিন্দা প্রবীণ কৃষ্ণণ নায়ার, শরণ্য শশী, শ্রাীভদ্র প্রবীণ, 🍷আর্চা প্রবীণ, অঊিনব শরণ্য নায়ার, রঞ্জিত কুমার আদাতোলাত পুনাথিল, ইন্দু লক্ষ্মী পীতামবরণ রাগলতা ও বৈষ্ণব রঞ্জিত।
ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কেরালার মুখ্যমন্🌄ত্রী পিনারাই বিজয়ন।