মঙ্গলবার দাম বাড়ার পরে বুধবার বাজারে ফের নিম্নগামী হল সোনা ও রুপো൩র দাম। এ দিন এমসিএক্স সূচকে ০.৫%&🅷nbsp;দর পড়ার জেরে প্রতি ১০ গ্রাম সোনার দাম যাচ্ছে ৪৭,৩৪৫ টাকা। এর আগের মাসে সোনার দাম বেড়ে ১০ গ্রামে ৪৮,০০০ টাকা পর্যন্ত পৌঁছেছিল।
সোনার পাশাপাশি এ দ🀅িন রুপোর দামও ০.৮% পড়তে দেখা গিয়েছে সূচকে। এর জেরে প্রতি কেজি রুপোর দাম যাচ্ছে ৪৭,৯৫০ টাকা।
আন্তর্জাতিক বাজারে স্💦পট গোল্ড সূচকে এ দিন প্রতি আউন্স সোনার দাম যাচ্ছে ১,৭২৭.২২ ডলার। তবে রুপোর দরে ০.৪% উত্থানের ♓জেরে প্রতি আউন্সের দাম যাচ্ছে ১৭.৪৬ ডলার।
বিশ্বজুড়ে প্রধান ব্যাঙ্কগুলি বাজার চাঙ্গা করার উদ্দেশে বিভিন্ন আর্থিক প্যাকেজ ঘোষণা করার ফলে সোনার দাম বাড়ার প্রব🌳ণতা দেখা দেয়। নিরাপদ বিনিয়োগের ধারণায় সোনায় লগ্নির পরিমাণও বাড়তে দেখা যায়।
আনন্দ রাঠি শেয়ার্স অ্যান্ড স্টক ব্রোকার্স সংস্থার গবেষণা বিশ্লেষক জিগর ত্রিবেদি জানিয়েছেন, ‘এ দিন সোনায় লাভের উদ্দেশে বুকিংয়ের হার বেড়েছে। এর প্রধান কারণ বিশ্বে ক💯রোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় দফা শুরুর পূর্বাভাস, যার জেরে প্রতিষেধক আবিষ্কারের আশায় স্তিমিত হয়েছে। পাশাপাশি, আশানুরূপ বাড়েনি ডলারের দামও।’