শনিবার ভোরে মুম্বই এয়ারপোর্টে মারাত্মক ঝোড়ো হাওয়ায় 🅺হল এক ছোটোখাটো দুর্ঘটনা। স্পাইসজেটের বিমানের সিঁড়ি গিয়ে ইন্ডিগোর বিমানের ডানায় গিয়ে পড়ে। এদিন সকালে প্রায় এক ঘণ্টা ধরে ঝড় বৃষ্টি হয় বাণিজ্যনগরীতে। অনেক গাছও পড়🍎ে যায় এর ফলে। এর প্রভাব এবার পড়ল বিমানবন্দরেও।
ঘটনার কথা স্বীকার করেছেন ইন্ডিগোর মুখপাত্র। তিনি বলেন যে মুম্বই বিমানবন্দরে ভোরে🦋 এই ঘটনা হয়েছে। ইন্ডিগোর একটা স্টেপল্যাডার খুলে গিয়ে ইন্ডিগোর প্লেনের ওপর পড়ে, যেটা তখন ওখানে দাঁড়িয়ে ছিল।&n𝓰bsp;
সৌভাগ্যবশত, এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই।
ইন্ডিগোর এয়ারক্রাফ্টের কাউলিংটি এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্পাইসজেটের মুখপাত্র বলেছেন যে তাদের স্টেপল্যাডার ছিল স্ট্যান্ড C87- এ। অন্যদিকে পাশের স্ট্যান্🔜ডে ছিল ইন্ডিগোর বিমান। সকাল সাড়ে সাতটার সময় হাওয়া জোরে বইতে শুরু করে। হাওয়া দফতরের থেকে কোনও অগ্রিম সতর্কতা বার্তা ছিল না বলে জানিয়েছে স্পাইসজেট। সংস্থার দাবি, যে শক্ত করেই বাঁধা ছিল তাদের স্টেপ ল্যাডার। কিন্তু সেটি পিছনের দিকে হিলে গিয়ে ইন্ডিগোর বিমানকে ডানদিকে গিয়ে ধাক্কা মারে।