বাংলা নিউজ > হাতে গরম > প্রায় দেড় লাখ টাকার জালনোট-সহ মুর্শিদাবাদে গ্রেফতার পাচারকারী
মোট ১.৩৪ লাখ টাকার জালনোট-সহ মুর্শিদাবাদে ধরা পড়ল এক পাচারকারী। ধুলিয়ান ঘা𝄹ট এলাকার ঘটনায় গ্রেফতার হয়েছে ৩৮ বছর বয়🐭েসি কবিরুল শেখ।
ধৃতের থেকে উদ্ধার করা হয়েছে ২০০০ ও ৫০০ টাকা অসংখ্য জালনোট। পুলিশের দাবি, লকডাউনের মাঝেও সক্রিয় রয়🃏েছে প♌্রতারক চক্র।
বাংলাদেশ সীমান্ত ঘেঁষা মুর্শিদাবাদ জেলার বিস্তীর্ণ অঞ্চলে বেশ কয়েক বছর যাবতই জালনোট, গোরু-সহ বিভিন্ন সামগ্রী পাচারের জন্য কুখ্যাত।&nbs💝p;
পুলিশ জানিয়েছে, ধৃত কবিরুল মালদা জেলা সংলগ্ন বৈষ্ণবনগর এলাকার☂ বাসিন্দা। ক্রেতা সেজে তাকে হাতেনাতে ধরে ফেলেন এক পুলিশ ൲আধিকারিক।
সামশেরগঞ্জ থানার ওসি অমিত ভকত জানিয়েছেন, ꦫধৃত কবিরুল শেখকে মঙ্গলবার দুপুরে জাঙ্গিপুর আদালতে তোলা হলে তাকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।
হাতে গরম খবর