ইসলামাবাদে ভেঙে পড়ল পাক বায়ুসেনার একটি এফ-১৬ যুদ্ধবি🅷মান। মৃত্যু হয়েছে পাইলটের।
সংবাদসংস্থা রয়টার্সের খবর, পাকিস্তান দিবসের এয়ার শোয়ের জন্য অনুশী🅰লন রিহার্সাল করছিলেন সেদেশের বায়ুসেনার উইং কম্যান্ডার নোমান আক্রম। দুর্ঘটনার সময়ের কয়েকটি যে ভিডিয়ো ফুটেজ সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে, মাঝ আকাশে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন পাইলট। তারপর প্যারেড গ্রাউন্ডে ভেঙে পড়ে যুদ্ধবিমানটি।
পাক বায়ুসেনার তরফে জানানো হয়ে🅷ছে, যুদ্ধবিমানে একাই ছিলেন আক্রম। কী কারণে বিমানটি ভেঙে পড়ছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি, দুর্ঘটনায় আর কেউ হতাহত হয়েছেন কিনা, 🍒তাও খতিয়ে দেখা হচ্ছে। যদিও জেলা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, আরও কোনও মৃত্যু বা আহতের সম্ভাবনা অত্যন্ত কম। কারণ রাজধানীর কেন্দ্রবিন্দুতে হলেও প্যারেড গ্রাউন্ডটি একেবারে জনমানবহীন এলাকায় অবস্থিত।