এটিএম লেনদেনে প্রতারণা এড়াতে এবার ওটিপি ভিত্তিক নগদ টাকা তোলার প্রক্রিয়া চালু করতে চলেছে দেশের বৃহত্তম ব🅷্যাঙ্ক এসবিআই। ২০২০ সালের ১ জানুয়ারি থেকে দেশের প্রতিটি স্টেট ব্যাঙ্ক এটিএম-এ চালু হবে এই নতুন ব্যবস্থা।
শুক্রবার এসবিআই-এর তরফে এই তথ্য টুইট করে ঘোষণা করা হয়েছে। আরও বলা হয়💦েছে যে, নতুন ব্যবস্থꦏায় প্রত্যেক লেনদেনে নগদ ১০,০০০ টাকা পর্যন্ত এটিএম থেকে তোলা যাবে।
জেনে রাখুন, কী ভাবে কাজ করবে এসꦡবিআই-এর নতুন এটিএম লেনদেন ব্যবস্থা:
১) ব্যাঙ্কের সঙ্গে নথিভুক্ত গ্রাহকের মোবাইল নম্বরে ওটিপি (OTP) পাঠানো হবে। প্রতি বার এসবিআই এꦜটিএম থেকে টাকা তুলতে গেলে আলাদা ওটিপিꦬ প্রয়োজন হবে।
(২) এই ব্যবস্থায় ♈এসবিআই এটিএম থেকে টাকা তোলার ব্যাপাওরে বড়সড় কোনও পরিবর্তন আনছে না।
(৩) অন্য ব⭕্যাঙ্কের এটিএম থেকে টাকা তুলতে গেলে💖 এই প্রক্রিয়া প্রযোজ্য হবে না।
(৪) 💙এই প্রক্রিয়ায় এসবিআই এটিএম থেকে টাকা তোলার জন্য টাকার পরিমাণ টাইপ করার পরেই স্ক্রিনে ওটিপি টাইপ করার অপশন ভেসে উঠবে।
(৫) এবার মোবাইল মেসেজে পাওয়া ওটিপি টাইপ করলেই টাকা তোলা𓆉🌠 যাবে।
এই নতুন ব্যবস্থা গ্রাহক নিরাপত্তার ক্ষেত্রে এক উল্লেখযোগ্য রপদক্ষেপ বলে মনে করছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডি🥀য়া কর্তৃপক্ষ।