করোনা বিধ্বস্ত অর্থনীতিকে চাঙ্গা করার উদ্দেশে ২০ ল🎶াখ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে কেন্দ্রীয় সর🍰কার। বুধবার প্যাকেজের বিস্তারিত ব্যাখ্যা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
এ দিনের ঘোষণা𝔉য় লকডাউনে বেরোজগেরে মহিলা, দরিদ্রজন ও নির্মাণ শ্রমিকদের উন্নয়ন খাতে কেন্দ্রের প্যাকেজ সবিস্তারে ব্যাখ্যা করেন অর্থমন্ত্রী।
বাড়ি এবং অন্যান্য নির্মাণ শিল্পে কর্মরত শ্রমিকদের জন্য একটি বিশেষ উন্♊নয়ন তহবিল গঠনের ঘোষণা করেন সীতারামন। তিনি জানিয়েছেন, ওই তহবিলের মোট পরিমাণ ৩১,০০০ কোটি টাকা।
করোনা সংক্রমণ রোধ করার জন্য🍰 লকডাউনে যাতে শ্রমিকরা বাড়ি ছেড়ে না বেরোন, তা সুনিশ্চিত করতে এই তহবিল থেকে তাঁদের উন্নয়নে টাকা খরচ করার নির্দেশ সবিস্তারে রাজ্য সরকারগুলিকে জানানো হবে বলেও তিনি ঘোষণা করেছেন।
অর্থমন্ত্রীর হিসেব অনুযায়ী, এর জেরে উপকৃত হবেন দেশের প্রায় ৩.৫ কো🧔টি নথিভুক্ত বাড়ি ও অন্যান্য নির্মাণ শিল্পে যুক্ত শ্রমিক। &n🌜bsp;