নিষ্ঠা সহকারে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী পালন করেছিলেন। দলীয় কার্যালয়ে তাঁর ছবিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেছিলেন। তার দিনদুয়েক পরেই জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে জম্মু ও কাশ্মীরের বিজেপি নে🦹তা শেখ ওয়াসিম বারির।
বুধবার সন্ধ্যায় বন্দিপোরার প্রাক্তন বিজেপি জেলা সভাপতির উপর হামলা চালায় জঙ্গিরা। সꦺেই সময় সঙ্গে ছিলেন বাবা বশির আহমেদ এবং ভাই উমরও। তাঁরাও মারা যান।
সেই ঘটনার পরই ওয়াসিমের একটি ভিডিয়ো ভাইরাল 🅰হয়ে যায়। তাতে দেখা যাচ্ছে, গত ৬ জুলাই শ্যামাপ্রসাদের ১১৯ তম জন্মবার্ষিকী পালন করছেন ওয়াসিম। দলীয় কার্যালয়ে চলা টিভি থেকে ভেসে আসছে অমিত শাহের গলা। ওয়াসিমও কিছু বলছিলেন, কিন্তু তা টিভির আওয়াজে তা খুব একটা বোঝা যায়নি। তবে এটুকু বোঝা যায়, শ্যামাপ্রসাদ জন্মবার্ষিকী পালনের জন্যই তিনি দলীয় কার্যালয়ে এসেছিলেন। যে শ্যামাপ্রসাদের বিষয়ে সেদিনই বিজেপির সর্ভারতীয় সভাপতি জে পি নাড্ডা বলেন, ‘জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের ফলে শ্যামাপ্রসাদের স্বপ্নপূরণ হয়েছে।’ বিভক্ত দেশের অখণ্ডতার জন্য শ্যা𒊎মাপ্রসাদ কীভাবে লড়াই করেছেন, তাও জানান নাড্ডা। কিন্তু সেই ঘটনার দু'দিনই পরই মৃত্যু হল কাশ্মীরে বিজেপির অন্যতম মুখের।