Ashneer Grover New StartU𝔍p: নতুন একটি স্টার্টআপ শুরু করতে চলেছেন অশনীর গ্রোভার। গত বছর জুনে ৪০ বছর পার করেছেন ভারতপে-র প্রাক্তন সহ-প্রতিষ্ঠাতা। আর সেই সময়েই লিঙ্কডইন-এ নতুন 'থার্ড𒁏 ইউনিকর্নে'র বিষয়ে জানান তিনি। এবার সেই সংস্থার ভবিষ্যত পরিকল্পনার বিষয়েও কিছুটা আভাস দিলেন অশনীর।
সংস্থার ৫ বছর পূর্ণ হলে কর্মীদের 'মার্সিডিজ-সার্সিডিজ'ও দেওয়া হবে বলে জানান দুঁদে উদ্যোক্তা। তিনি লেখেন, '২০২৩ সালে পুরোদমে কাজ করা যাক। থার্ড ইউনিকর্নে আমরা নিঃশব্দে এবং শান্তিপূর্ণভাবে একটি বাজার তোলপাড় করা ব্যবসা গড়ে তুলছি। কোনও প্রচার ছাড়াই। আর আমরা একেবারে ভিন্নভাবে সব কাজ করছি। অনেকটাই আলাদাভাবে। আপনিও যদি এই পরবর্তী বড় সংস্থার অংশ হতে চান, তার জন্য রইল কিছুটা স্নিক পিক। দেখুন আমরা কীভাবে সংস্থাটি গড়ে তুলছি। কিন্তু আমরা ঠিক কী করছি? সেটাই এখন কোটি টাকার প্রশ্ন!' আরও পড়ুন: শার্কদের বিনিয়োগ না পেলেও বাজিমাত! শো এয়ার হতেই দেদার বিক্রি Fl🦩ꦫatheads-এর জুতোর
নামজাদা আন্ত্রেপ্রেনিউর লেখেন, তিনি এর থেকে ভেঞ্চার ক্যাপিটালিস্টদের থꦉেকে দূরে রাখতে চাইছেন। এই স্টার্টআপ-এ কোনও 'বোর্ড-শোর্ড' থাকবে নাౠ বলেও লিখেছেন তিনি। যাঁরা বড় কিছু করতে চান, তাঁদের জন্যই এই সংস্থা।
তিনি জানান, যাঁরা তাঁর এই নতুন সংস্থা 'থার্ড ইউনিকর্নে'﷽ কাজ করতে চান, তাঁরা [email protected]এ 🥃মেল করতে পারেন।
গত ২০২২ সালের মার্চে অশনীর গ্রোভার ভারতপে-র ম্যানেজিং ডিরেক্টর পদ থেকে ইস্তফা দেন। এরপর থেকে তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাকটিভ রয়েছেন। শার্ক ট্যাঙ্কে তাঁর ঠোঁটকাটা হাবভাব এবং ভারতপে-তে তাঁর অবস্থান নিয়ে বিতর্কের জেরে সোশ্যাল মিডিয়ায় বেশ রিচ আছে তাঁর। শুধু তাই নয়, একটি নতুন আ🥀ত্মজীবনিও লিখে ফেলেছেন 'দোগলাপন' নামে। গত ডিসেম্বরে প্রকাশিত হওয়া তাঁর এই বইও আমাজনে রাতারাতি বেস্টসেলার হয়ে যায়। আরও পড়ুন: Shark Tank India-র নতুন সিজনে থাকছেন না অশনীর গ্রোভার, নিশ্চিত করলেন ꦿনমিতা
এক্ষেত্রে উল্লেখ্য, সম্প্রতি শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার সিজন টু শুরু হয়েছে। যদিও তাতে থাকছেন না অশনীর গ্রোভার। জানা গিয়েছে, গতবারের বিতর্কিত ভাবমূর্তি এবং ভারতপে থেকে তাঁর ইস্তফার পর আর তাঁকে এই শো-তে যোগ করেননি নির্মাতারা। যদিও অশনীর নিজেও এই বিষয়ে মুখ খুলেছেন। তিনি এক পডকাস্টে জানান, শার্ক ট্যাঙ্কের নয়া সিজন তিনি দেখবেনই না। তাছাড়া বাকি ꦐশার্কদেরও তিনি সোশ্যাল ⛦মিডিয়ায় আনফলো করে দিয়েছেন বলে দাবি করেছেন।