রবিবার অসম পুলিশের সাব-ইন্সপেক্টর পদে চা💃করির পরীক্ষা আয়োজনের আগেই প্রশ্নপত্র ফাঁসে তদন্তের নির্দেশ দিলেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল।
এ দিন ডিজিপি ভাস্কর জ্যোতি মহন্তকে প্রশ্ন ফাঁসের তদন্ত শুরু করে দুষ্কৃতীকে হাতেনাতে গ্রেফতচারের নির্দেশ দেন সোনোওয়াল। সেই সঙ্গে, নিয়োগ প্রক্রিয়া বানচাল করতে কোনও ষড়যন꧑্ত𒆙্র হয়েছে কি না, তা-ও খতিয়ে দেখতে বলেন মুখ্যমন্ত্রী।
এ দিন ৫৯৭টি শূন্যপদে নিয়োগের জন্য রাজ্যের ১৫৪ট🉐ি কেন্দ্রে পরীক্ষায় বসেন কয়েক হ🥃াজার প্রার্থী। কিন্তু হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ায় শেষ পর্যন্ত বাতিল হয় পরীক্ষা।
রাজ্য পুলিশ নিয়োগ বোর্ডের চেয়ারম্যানের তরফে প্রকাশিত বিবৃতিতে꧙ জানানো হয়েছে, ‘প্রার্থীদের প্রতি সুবিচার করতে এবং মেধাভিত্তিক নিয়োগ সুনিশ্চিত করতে মহামান্য মুখ্যমন্ত্রীর নির্দেশে পরীক্ষা বাতিল করা হ𓆉য়েছে।’
ঘটনায় অসম পুলিশের অপরাধ অনুসন্ধান বিভাগ প্রশ্ন ফাঁসের তদন্ত এবং তার জেরে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবജি জানিয়ে একটি এফআইআর দায়ের করেছে।
মনে করা হচ্ছে, একমাসের মধ্যেই নতুন নিয়োগ পরীক♉্ষা🍃র দিন ঘোষণা করা হবে।