জুলাই মাসে যেমন কোনও ছুটিই ছিল না। কিন্তু অগস্টে ছুটির বন্যা বইবে। ২০২৪ সালের এই মাসে অনেক দিন স্কুল ছুটি থাকবে, যা পড়ুয়াদের চলমান ক্লাস এবং স্কুলের কার্যক্রমের মধ্যে বিশ্রাম নেওয়ার সুযোগ করে দেবে। যেমন, ভারত জুড়ে স্কুলগুলিতে রক♚্ষা বন্ধন বা রাখি এবং কৃষ্ণ জন্মাষ্টমীর ছুটি থাকবে। আবার মাসের মাঝামাঝি সময়ে ভারত তಞার ৭৭ তম স্বাধীনতা দিবস উদযাপন করতে চলেছে। এই দিনেও স্কুল, কলেজ এবং অন্যান্য প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এছাড়াও আরও বেশ কিছুদিন ছুটি তো রয়েছেই।
আরও পড়ুন: (Job Database: কোথায় কত চাকরি? কেন্দ্রীয়ভাবে তথ্যপঞ্๊জি তꦅৈরি করবে সরকার)
কবে কবে স্কুল ছুটি থাকবে অগস্ট মাসে
এমনিতেই তো রব▨িবারগুলো সাপ্তাহিক ছুটি পড়ছেই। এছাড়াও বেশ কিছু জাত𓂃ীয় ইভেন্ট রয়েছে এই মাসে। সবই নিম্নলিখিত।
- ৪ অগস্ট- প্রথম রবিবার
- ১১ অগস্ট- দ্বিতীয় রবিবার
- ১৮ অগস্ট- তৃতীয় রবিবার
- ২৫ অগস্ট- চতুর্থ রবিবার
১৫ অগস্ট-এ স্কুল ছুটি: স্বাধীনতা দিবস
স্বাধীনতা দিবস, ১৯৪৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের হাত থেকে ভারতের স্বাধীনতাকে স্মরণ করে। এই জাতীয় ছুটির দিনে, দেশাত্মবোধক উচ্ছ্বাস, ক♛ুচকাওয়াজ এবং উদযাপনের আয়োজন করা হয়। মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগকে সম্মান জান🌱ানো হয়।
১৯ অগস্ট-এ স্কুল ছুটি: রক্ষা বন্ধন / রাখি
রক্ষাবন্ধন হল ভাই ও বোনের মধ্যে অটুট বন্ধনের একটি প্রিয় উৎসব। বোনেরা তাঁদের ভাইয়ের হাতে পবিত্র সুতো অর্থাৎ রাখি বেঁধে দেয়, 🙈যা সুরক্ষা এবং ভালবাসাꦍর প্রতীক। বিনিময়ে ভাইয়েরা তাঁদের বোনদের রক্ষা করার প্রতিশ্রুতি দেন।
২৬ অগস্ট-এ স্কুল ছুটি: কৃষ্ণ জন্মাষ্টমী
জন্মাষ্টমী হল বিষ্ণুর অবতার ভগবান কৃষ্ণের জন্মের জন্য নিবেদিত একটি আনন্দের উদযাপন। ভক্তরা এদিন উপবাস করেন, ঘর সাজায় এবং মধ্যরাতের প্রার্থনা ও উৎসবে অংশগ্রহণ করে। এটি আধ্🐻যাত্মিক চিন্তা ও ভক্তির সময়।
আরও পড়ুন: (Google CEO: ‘বাবাಞ-মা খুব চেয়েছিল, অবশেষে’…কোন কৃতিত্ব নিয়ে বললেন গুগল সিইও সুন্দর পিচাই)
2024 সালের অগস্টে উদযাপন করা গুরুত্বপূর্ণ দিনগুলি
অগস্টে নির্ধারিত ছুটির পাশাপাশি, সচেতনতা দিবস, বিশিষ্ট ব্যক্তিত্বদের জন্মবার্ষিকী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের মতো অনেকগুলি গুরুত্বপূর্ণ ইভেন্টও রয়েছে। এই দিনগুলি, যদিও ঐতিহ্যগত ছুটির দিন নয়, তবুও স্কুলগুলিতে 𝔍এই দিনের গুরুত্বকে সম্মান জানানোর জন্য এবং শিক্ষার্থীদের এর গুরুত্ব বুঝতে সাহায্য করার জন্য, তা বিশেষ ভাবে উদযাপন করা হয়। এখানে রয়েছে সেই বিশেষ দিনের তাল🐭িকা-
- ২ অগস্ট- পিঙ্গলি ভেঙ্কাইয়া-র জন্মবার্ষিকী। এই দিনে ভারতীয় জাতীয় পতাকার ডিজাইনারের জন্মদিন উদযাপন করা হয়।
- ৬ অগস্ট- হিরোশিমা দিবস। ১৯৪৫ সালে হিরোশিমায় পারমাণবিক বোমা হামলাকে স্মরণ করা হয় এইদিন।
- ৮ অগস্ট- ভারত ছাড়ো আন্দোলন দিবস। এটি ১৯৪২ সালে গান্ধীজির ভারত ছাড়ো আন্দোলনের সূচনা করে।
- ১২ অগস্ট- আন্তর্জাতিক যুব দিবস। বিশ্বজুড়ে তরুণদের মুখোমুখি সমস্যাগুলির উপর ফোকাস করে।
- ১৫ অগস্ট- ভারতের স্বাধীনতা দিবস ছাড়াও, এদিন বাংলাদেশের জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমানকে হত্যার করা হয়েছিল।
- ১৭ অগস্ট- ইন্দোনেশিয়ার স্বাধীনতা দিবস। ১৯৪৫ সালে নেদারল্যান্ডস থেকে ইন্দোনেশিয়ার স্বাধীনতার ঘোষণা উদযাপন করে।
- ২৩ অগস্ট- জাতীয় মহাকাশ দিবস। মহাকাশ অনুসন্ধানে অর্জন এবং অগ্রগতি হাইলাইট করে।
- ২৬ অগস্ট- মাদার টেরেসার জন্মবার্ষিকী। খ্যাতিমান মানবতাবাদী ও নোবেল বিজয়ীর জন্মকে সম্মান জানানো হয়।
- ২৯ অগস্ট- জাতীয় ক্রীড়া দিবস। হকি কিংবদন্তি মেজর ধ্যান চাঁদের জন্মবার্ষিকী উদযাপন করে এবং খেলাধুলার প্রচার করে এই দিন।