গ্রামীণ ব্যাঙ্কে (রিজিওনাল রুরাল ব্যাঙ্ক) ১০,০০০-এর বেশি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা আইবিপিএসের (ইনস্টিটিউট অফ♊ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন) অফিসিয়াল ওয়েবসাইট ibps.in-এ গিয়ে আবেদন জানাতে পারবেন। আগামী ২৮ জুন পর্যন্ত চলবে আবেদন।
গত মঙ্গলবার (৮ জুন) থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। অফ🔜িসার স্কেল ১, স্কেল ২ ও স্কেল ৩ এবং অফিস অ্যাসিসট্যান্ট পদে ও(IBPS RRB Exam 2021) নিয়োগ চলছে। প্রিলিমিনারি পরীক্ষা হবে আগামী অগস্ট। এখনও দিনক্ষণ চূড়ান্ত হয়নি।
নিয়োগ প্রক্রিয়া :
দুটি পর্যায়ে অফিসার স্কেল ১ এবং অফিস অ্যাসিসট্যান্ট (মাল্টি-পারপাস) পরীক্ষা হবে। অর্থাৎ দুটি পর্যায়ে হবে অনলাইন পরীক্ষা - প্রিলিমিনার﷽ি এবং মেন পরীক্ষা। অফিসার পদের জন্য যে প্রার্থীরা সুযোগ পাবেন, তাঁদের প্রিলিম✤িনারি এবং মেন পরীক্ষার জন্য ইন্টারভিউ দিতে হবে।
আবেদন ফি :
অফিসার এবং অফিস অ্যাসিসট্যান্ট পদে আবেদনের 🌄জন্য জেনারেল প্রার্থীদের ৮৫০ টাকা ফি দিতে হবে। তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীদের আবেদন ফি বাবদ ১৭৫ টাকা জমা দিতে হবে বলে জানানো হয়েছে।
গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদন শুরুর তারিখ - ৮ জুন, ২০২১।
আবেদন শেষের তারিখ - ২৮ জুন, ২০২১।
অনলাইনে ফি জমা দেওয়ার তারিখ🥃 - ৮ থেকে ২৮ জুন, ২০২১।
পরীক্ষার আগে ট্রে♍নিংয়ের (Pre- Exam Training) কল লেটার ডাউনলোডের তারিখ - ৯ জুলাই, ২০২১।
প🍎রীক্ষার আগে ট্রেনিং (Pre- Exam Training) - ১৯ থেকে ২৫ জুলাই, ২০✤২১।
অনলাইনে প্রিলিমিনারি পরীক্ষার কল লেটার ডাউনলোডে𒐪র সময় - জুলাই ব꧋া অগস্ট, ২০২১।
প্রিলিমিনারি পরীক্ষা - অগস্ট, ২০২১।