বিদেশে কাজ দেওয়ার কথা𝐆 বলে নানা এজেন্সি। বিদেশমন্ত্রকের তথ্য় বলছে, ভারতে অন্তত ৩,০০০ সন্দেহজনক এজেন্সি কাজ করছে। বিদেশে চাকরি দেওয়ার নাম করে তারা কর্মপ্রার্থীদের সঙ্গে বার বার প্রতারণা ক🔥রছে বলে অভিযোগ।
এর মধ্য়ে একাধিক এজেন্সিকে ইতিমধ্য়েই চিহ্নিত করা হয়েছে। তার মধ্য়ে ২৯২৫টা এজেন্সিকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। এই এজেন্সির মধ্য়ে গুজরাটে রয়েছে ৫৬টি, কর্ণাটকে রয়েছে ৮০টি এজেন্সি। আর সবথেকে বেশি এজেন্সি রয়েছে অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, তামিলন๊াড়ু, মহারাষ্ট্রে আর দিল্লিতে। সব মিলিয়ে এই এজেন্সির সংখ্যা প্রায় ১৮৩২টি।
সম্প্রতি ফ্রান্সের ভাট্রি বিমানবন্দরে আটকানো ☂হয়েছিল একটি বিমান। সন্দেহ করা হচ্ছিল, সেই বিমানে করে মানব পাচার করা হচ্ꦆছে। তাতে ছিলেন ৩০৩ জন ভারতীয়। এই আবহে রবিবার এই মামলায় ফরাসি আদালত নির্দেশ দেয়, বিমানে থাকা ভারতীয়রা ফ্রান্স ছাড়তে পারবেন। এদিকে আটক করা বিমানটিকেও ফ্রান্স ছাড়ার অনুমতি দেওয়া হয়।
সেই বিমানে থাকা ৩০৩ জন ভারতীয় সংযুক্ত আরব আমিরশাহিতেই কাজ করতেন। সেখান থেকেই নিকারাগুয়ার এই বিমানে🍷 চাপানো হয়েছিল তাদের। সেখান থেকে আমেরিকা বা কানাডায় এই🔯 ভারতীয়দের পাচার করা হত বলে দাবি করা হয়।
এরপরই একের পর এক ভুয়ো এজেন্সির বিষয়টি ক্রমে সামনে আসতে থাকে। দেখা যায় গোটা দেশ জুড়েই কাজ করছে এই ধরনের ভুয়ো এজেন্সি। এরা বিদেশে চাকরির 💟ব্যবস্থা করে দেওয়ার নাম করে নানাভাবে প্রতারণা করে। প্রতারণার শিকার হন সাধারণ কর্মপ্রার্থীরা। নানা সময়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হলেও তাদের পুরোপুরি নির্মূল করা যায়নি এখনও।