জাতীয় আইন💫 বি𝓀শ্ববিদ্যালয়ের কনসর্টিয়ামের তরফে সিএলএটি ২০২৫ (কমন ল অ্যাডমিশন টেস্ট)-র পরীক্ষার অ্যানসার কি প্রকাশ করা হল সোমবার। ২ ডিসেম্বর এই অ্যানসার কি প্রকাশ করা হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। সিএলএটি ২০২৫-র (CLAT 2025) অ্যানসার কি দেখার জন্য consortiumofnlus.ac.in ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট তথ্য় দিয়ে দেখতে হবে।
আরও পড়ুন - রাতেও 🔯রোদ ঝলমল করবে আপনার ছাদে!ভাড়া পাবেন যতক্ষণ চাইবেন, জেনে ন🅺িন কীভাবে
কীভাবে সিএলএটি ২০২৫ অ্যানসার কি ডাউনলোড করবেন?
সিএলএটি ২০২৫-র অ্যানসার ൲কি (CLAT 2025 Answer key) ডাউনলোড করার জন্য় নিচের ধাপগুল📖ি একে একে দেখে নিন।
- প্রথমে কনসর্টিয়ামের অফিসিয়াল ওয়েবসাইট consortiumofnlus.ac.in.-এ যেতে হবে।
- সেখানে হোমপেজে থাকা সিএলএটি ২০২৫ ট্যাবে ক্লিক করতে হবে।
- এরপর সিএলএটি ২০২৫ অ্যানসার কি ডাউনলোড লিঙ্কে ক্লিক করতে হবে।
- এখানে গিয়ে নিজের ব্যক্তিগত গোপন তথ্য দিতে হবে।
- ঠিকমতো তথ্য় পূরণ করার পর লগইন অপশনে ক্লিক করতে হবে।
- এবার সিএলএটি ২০২৫ অ্যানসার কি (CLAT 2025 Answer key Download) একবার চেক করে নিয়ে ডাউনলোড করে নিতে হবে।
- ওই অ্যানসার কি-র একটি প্রিন্ট আউট নিয়ে রেখে দিতে হবে ভবিষ্যতের জন্য।
আরও পড়ুন - Bengal News: চড়া দামের ছ্যাঁকা স্কুলপড়ুয়াদের পেটেও! ম♔িডডে মিলে জুটছে না ডিম
অ্যানসার কি চ্যালেঞ্জ জানানোর উপায়
অ্যানসার কি-কে চ্যালেঞ্জ জানানোর সুযোগও থাকছে পরীক্ষার্থীদের জন্য। তাদের নির্দিষ্ট পদ্ধতি মেনে চ্যালেঞ্জ জানাতে হবে অ্যানসার কি-কে। এই চ্যালেঞ্জ জান💞ানোর শেষ তারিখ ৩🌳 ডিসেম্বর ২০২৪। ২ ডিসেম্বর ২০২৪ বিকেল চারটে থেকে ৩ ডিসেম্বর ২০২৪ বিকেল চারটে পর্যন্ত এই সুযোগ থাকবে।
আরও পড়ুন - ৪🍷.৩ কোটির বার্༒ষিক প্যাকেজ! রেকর্ড অঙ্কের প্লেসমেন্ট অফার পেল IIT পড়ুয়া
সিএলএটি ২০২৫ পরীক্ষা ছিল ১ ডিসেম্বর
চলতি বছর সিএলএটি ২০২৫ পরীক্ষা ছিল ১ ডিসেম্বর রবিবার। ওই দিন সিএলএটি ২০২৫-র ইউজি ও পিজি দুটোরই প্রবেশিকা পরীক্ষা এই দিন ছিল। দুুপুর ২ টো থেকে ৪🎉টের শিফটে অনুষ্ঠিত হয়। পরীক্ষার একদিনের মাথাতেই প্রকাশিত হল সিএলএটি ২০২৫-র অ্যানসার কি। আবার আগামীকালের মধ্য়েই জমা দিতে হবে অ্যানসার কি-কে চ্যালেঞ্জ করে প্রয়োজনীয় নথি।