টিকাকরণ কর্মসূচি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে পুরো প্রক্রিয়ার উপর উপাচার্য ও অধ্যক্ষদের নজর রাখার কথা বলল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC)। একটি চিঠিতে UGC-র সেক্রেটারি রজনীশ জৈন জানিয়েছেন, টিকাকরণ প্রক্রিয়া ভালোভাবে সম্পন্ন করা🧜র জন্য কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির সহযোগ꧋িতা প্রয়োজন।
এর আগে, কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষ♍ণ প্রথমসারির সমস্ত প্রতিষ্ঠা🥃নের কাছে টিকাকরণ প্রক্রিয়া ভালোভাবে সম্পন্ন করার ক্ষেত্রে সহযোগিতার আবেদন জানিয়েছিলেন। এ বিষয়ে উপাচার্য ও অধ্যক্ষদের ব্যক্তিগত ভাবে উদ্যোগী হওয়ার আর্জি জানান জৈন।
UGC-র এক শীর্ষ আধিকারিক উপাচার্যদের আরও দুটি নির্দেশ দিয়েছেন। একটি হল - আন্তর্জাতিক বিষয়ে একটি অফিস খোলা। অপরটি হল - প্রাক্তনীদের নিয়ে একটি কার্যালয় গড়ে 🗹তোলা। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলিকে বিদেশে থাকা প্রাক্তনীদের একটি ডেটাবেস গড়ে তোলার কথা বলা হয়েছে। সেইসঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে তাঁদের যুক্ত করার কথাও বলা হয়েছে।
শেষের দুটি প্রস্তাবই🦹 নয়া জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছে। সোমবার শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক নতুন জাতীয় শিক্ষানীতির (NEP) প্রণয়ন নিয়ে মন্ত্রকের শীর্ষ আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা করেন। NEP 🌄দ্রুত কার্যকর করার জন্য উচ্চশিক্ষা সচিবের নেতৃত্বে একটি রিভিউ বা পর্যালোচনা কমিটি ও একটি ইমপ্লিমেন্টেশন বা প্রয়োগ কমিটি গড়ার প্রস্তাব দেন শিক্ষামন্ত্রী।