Eastern Railway Recruitment 2024: পূর্বর🃏েলে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে শুরু হচ্ছে নিয়োগ। rrcer.org ও rrcrecruit.co.in💟 এই দুই সাইটের মাধ্যমে আবেদন করতে হবে। কীভাবে কোথায় আবেদন করতে হবে, কারা আবেদন করতে পারবেন? জেনে নিন বিশদে।
গুরুত্বপূর্ণ তারিখ
রেজিস্ট্রেশন শুরু - ১৫ নভেম্বর ২০২৪
রেজিস্ট্রেশন শেষ - ১৪ ডিসেম্বর ২০২৪
মোট শূন্য়পদ
Group ‘C’, Level-4/Level-5: 5 posts
Group ‘C’ Level-2/Level-3: 16 posts
Group ‘D’ Level-1(7thCPC): 39 posts
আরও পড়ুন - বিশ্বজুড়ে ১৭০০০ কর্মী ছাঁটাই এই বিমান সংস্থার! ভ๊ারতে কতজন কোপের মুখে?
শিক্ষাগত যোগ্য়তা
Level-4/Level-5 - যেকোনও সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান ✤থেকে স্নাতক বা তাঁর সমতুল পরীক্ষায়ℱ উত্তীর্ণ হতে হবে।
Level-2/Level-3 - যেকোনও সরকার স্বীকৃত বিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণি পাশ করতে হবে। অথবা একইরকম প্রতি♕ষ্ঠান থেকে দশম শ্রেণি পাশ করলেও আবেদন করা যাবে।
Level-1(7thCPC) - যেকোনও সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে দশম শ্রেণী পাশ করতে হবে। আইটিআই ডিগ্রি থাকলেও আবেদন🐎 করতে পারবে ওই পড়ুয়ারা। থাকতে হবে ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট।
বয়সসীমা
আবেদনকারী প্রার্থীর বয়স🀅 সর্বনিম্ন ১৮ বছর হতে পারে। অন্যদিকে সর্বোচ্চ বয়স ২৫ বছর হতে পারে। ১ জানুয়ারি, ২০২৫-এর নিরিখে বয়স পরিমা🔯প করা হবে।
আরও পড়ুন - ৫০০০ ছাঁটাই! জার্মান এই সংস্থার সিদ্ধান্তের জেরে বিপাক🐲ে ভജারতীয় কর্মীরা
আবেদনের ফি
অ🦩সংরক্ষিত শ্রেণির চাকরিপ্রার্থীদের আবেদনের ফি ৫০০ টাকা। অন্যদিকে এসসি, এসটি, আ﷽র্থিকভাবে সুবিধাবঞ্চিত, মহিলা ও সংখ্যালঘুদের জন্য আবেদনের ফি ২৫০ টাকা। আবেদনের ফি অনলাইনে পে করতে হবে।
আবেদনের যোগ্যতা
স্পোর্টস 🅘কোটার অধীনে এই নিয়োগ হবে বলে জানিয়েছে পূূর্বরেল। 🥂তবে তার সঙ্গে আরও কিছু যোগ্যতা থাকা জরুরি। একে একে জেনে নেওয়া যাক সেগুলি।
আবেদনের প্রক্রিয়া
- rrcer.org ও rrcrecruit.co.in এই দুই সাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
- প্রথমে সাইটে গিয়ে অনলাইন আবেদনে ক্লিক করতে হবে।
- পুরো নোটিসটি পড়ে নেওয়ার পর নিচে দেওয়া নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে।
- এরপর সেখানে নিজের তথ্য দিতে হবে।
- পরের ধাপে প্রয়োজনীয় নথিআপলোড করতে হবে।
- শেষ ধাপে আবেদনের ফি পেমেন্ট করতে হবে।
- এরপর আবেদনের একটি প্রিন্ট আউট নিয়ে কাছে রেখে দিতে পারেন ভবিষ্যতের জন্য।